- Shop
- পনেরো সমন্বয়কের সাক্ষাৎকার
পনেরো সমন্বয়কের সাক্ষাৎকার
জুলাই অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়
https://uplbooks.com/shop/9789845065801-22535 https://uplbooks.com/web/image/product.template/22535/image_1920?unique=8e267dc
Tags :
Book Info
জুলাই-আগস্ট ২০২৪-এর অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল প্রতিরোধের অন্যতম স্তম্ভ। তাদের প্রবল ঐক্যের মুখে বারংবার ব্যর্থ হয়েছে পুলিশ বিডিআর-র্যাব-ছাত্রলীগের বহুমুখী আক্রমন। কিন্তু এই শিক্ষার্থীরা আন্দোলনটি কীভাবে পরিচালনা করেছেন? কারা ছিলেন তাদের সংগঠক? অরাজনৈতিক বলে পরিচিত এই প্রজন্মের মাঝে রাজনৈতিক চেতনার বীজ কীভাবে অঙ্কুরিত হলো? আতঙ্কের সেই দিনগুলোতে তারা কীভাবে ঐক্য ধরে রেখেছেন? তাদের অতীত কী? ভবিষ্যত নিয়ে তারা কী ভাবছেন? জুলাই-আগস্টের ঘটনাবলি শুধু স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা নয় বরং বৈশ্বিক প্রেক্ষাপটে বিপ্লব ও গণঅভ্যুত্থানের ইতিহাসে একটি অসাধারণ সংযোজন। ফ্যাসিবাদী সরকার ও তার সকল রাষ্ট্রীয় কলকব্জার বিরুদ্ধে কীভাবে এই আন্দোলনটি গড়ে উঠলো, কীভাবে মরিয়া প্রতিরোধ গড়ে উঠলো, সেই অনুসন্ধানের, একটি প্রয়াস এই সাক্ষাৎকারের সংকলনটি। বৈষম্যবিরোধী সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পনেরোজন সমন্বয়কের নিজের মুখ থেকেই এমনি আরও অজস্র প্রশ্নের উত্তর আমরা এই গ্রন্থে শুনব। চলমান বাংলাদেশকে যারা বুঝতে চান, শুধু তাদের জন্যই নয়, ভবিষ্যতের ইতিহাসবিদ-সমাজবিজ্ঞানী-অর্থনীতিবিদ ও ভাবুকদের জন্য এই সাক্ষাৎকারের সংকলনটি একটি মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হবে।
শিবলী আজাদ
শিবলী আজাদ পড়েছেন অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং ইংরেজি সাহিত্য। স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড আর্টস অফ ওকলাহোমা, কলম্বিয়া ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কে। মেধা বিবেচনায় গ্র্যাজুয়েট স্কুলে ফেলোশিপ লাভ করেন। মার্কিন সিভিল সার্ভিসের চাকুরি ত্যাগ করে যোগ দেন অধ্যাপনায়। ইংরেজি সাহিত্য পড়িয়েছেন সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের লিম্যান কলেজ এবং বাংলাদেশের শীর্ষ দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। উপন্যাসের পাশাপাশি প্রকাশ করেছেন পঞ্চাশের অধিক গবেষণা প্রবন্ধ। সাহিত্য, রাজনীতি, দর্শন ও ইতিহাসে আজাদের বৌদ্ধিক আগ্রহ।
মিনহাজুল ইসলাম
মিনহাজুল ইসলাম লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। বর্তমানে সমাজবিজ্ঞান ও উন্নয়নবিদ্যা গবেষণায় নিয়োজিত। মাঠ পর্যায় গবেষণায় বিশেষজ্ঞ ইসলাম দেশের একাধিক প্রখ্যাত গবেষণা প্রতিষ্ঠানের সাথে যুক্ত এবং মাঠ পর্যায়ে গবেষণা কাজ পরিচালনার অভিজ্ঞতায় ঋদ্ধ। সমাজতত্ত্ব, রাজনৈতিকত্তত্ব, ইতিহাস, দর্শন ও সাহিত্যের বিষয়ে নিয়মিত লেখালেখি করেন। ধ্রুপদী রুশ সাহিত্য ও প্রতীচ্য উচ্চাঙ্গ সংগীতে তাঁর গভীর অনুরাগ। সিনেমা দেখা ও ভ্রমণ তাঁর শখ। পেশাজীবনে স্বাধীন গবেষক হিসেবেই থাকতে চান।