Filters

মিনহাজুল ইসলাম লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। বর্তমানে সমাজবিজ্ঞান ও উন্নয়নবিদ্যা গবেষণায় নিয়োজিত। মাঠ পর্যায় গবেষণায় বিশেষজ্ঞ ইসলাম দেশের একাধিক প্রখ্যাত গবেষণা প্রতিষ্ঠানের সাথে যুক্ত এবং মাঠ পর্যায়ে গবেষণা কাজ পরিচালনার অভিজ্ঞতায় ঋদ্ধ। সমাজতত্ত্ব, রাজনৈতিকত্তত্ব, ইতিহাস, দর্শন ও সাহিত্যের বিষয়ে নিয়মিত লেখালেখি করেন। ধ্রুপদী রুশ সাহিত্য ও প্রতীচ্য উচ্চাঙ্গ সংগীতে তাঁর গভীর অনুরাগ। সিনেমা দেখা ও ভ্রমণ তাঁর শখ। পেশাজীবনে স্বাধীন গবেষক হিসেবেই থাকতে চান।