- Shop
- আমার জীবনস্মৃতির ঝাঁপি
আমার জীবনস্মৃতির ঝাঁপি
ইতিহাসের ক্রান্তিকাল, প্রবাসে মুক্তিযুদ্ধ,জাতিসংঘ ও স্বদেশ সম্ভাবনা
https://uplbooks.com/shop/9789845065771-22534 https://uplbooks.com/web/image/product.template/22534/image_1920?unique=9802c87
Book Info
আমার জীবনস্মৃতির ঝাঁপি প্রচলিত স্মৃতিকথা নয়। উপমহাদেশের গুরুত্বপূর্ণ পর্বের প্রত্যক্ষদর্শী লেখক প্রবাসে মুক্তিযুদ্ধের একজন সক্রিয় সংগঠক ছিলেন। জাতিসংঘের শরণার্থী সুরক্ষার দায়িত্বসূত্রে অনেকগুলো আন্তর্জাতিক সংকটে মুখ্য ভূমিকা পালন করেছেন, ভিয়েতনামের ‘বোট পিপল’ যাদের মাঝে অন্যতম। ৪০ বছর পর স্বদেশে প্রত্যাবর্তন করে গ্রাম ও সমাজ রূপান্তর নিয়ে কাজ করছেন। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অজস্র অভিজ্ঞতার ভান্ডার এক সমাজবিদের আখ্যান এ গ্রন্থটি। এই বইয়ের মধ্য দিয়ে পাঠককে তিনি নিয়ে গেছেন পৃথিবীর নানা শহরে ও প্রান্তে—ঢাকা, লন্ডন, শিকাগো, মিনিয়াপোলিস, ব্রাসেলসে তাঁর অধ্যয়ন ও অধ্যাপনার জগতে; ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও আমেরিকার অন্যান্য শহরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্দোলনে তাঁর নানা কর্মকাণ্ডের মঞ্চে; জাতিসংঘের চাকুরি জীবনে পৃথিবীর বিভিনড়ব শহর বসবাসের এবং উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় উদ্বাস্তু সংক্রান্ত কাজে তাঁর বিচিত্র অভিজ্ঞতার সাথী হতে। শেষ করেছেন বাংলাদেশের প্রান্তিক জনগণের জীবন সংগ্রাম ও অসাধারণ সৃজনশীলতার কাহিনি বলে।
শামসুল বারি
শামসুল বারি জন্ম ১৯৪১ সনের মার্চে, কলকাতায়। সাতচল্লিশের ভারত বিভাগের সময় বাবা-মায়ের সাথে চলে আসেন পৈতৃক ভিটা বর্তমান বাংলাদেশের মাগুরা জেলার শ্রীপুর থানার কাজলী গ্রামে। এরপর আসেন ঢাকায়। তখন থেকে ঢাকাতেই তিনি স্থায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন বিদেশে অধ্যয়ন, অধ্যাপনা, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে। ড. বারি একাত্তরের মুক্তিযুদ্ধকালে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহসহ বহুবিধ কাজে যুক্ত হন। স্বাধীন দেশে ফিরে থিতু হবার আগেই ১৯৭৫-এর আগস্ট পরবর্তী পরিস্থিতিতে দেশত্যাগ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান। এর ২০ বছর পর আগাম অবসর নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন এবং বরেণ্য ব্যক্তিদের নিয়ে দেশের প্রান্তিক জনজীবনের উন্নয়নে দারিদ্র্য গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশ (আরআইবি) প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রসারে ‘কাজলী মডেল’ কার্যক্রম প্রবর্তন। যুক্ত আছেন দেশ-বিদেশের