- Shop
- Literary Criticism
- মনোজগতের বিউপনিবেশায়ন
মনোজগতের বিউপনিবেশায়ন
আফ্রিকার সাহিত্যে ভাষার রাজনীতি
2023 https://uplbooks.com/shop/9789845064750-12097 https://uplbooks.com/web/image/product.template/12097/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
“মনোজগতের বিউপনিবেশায়ন” গ্রন্থটিকে ভাষা ও ভাষার রাজনীতি-বিষয়ে অন্যতম প্রভাবশালী কাজ হিসেবে গণ্য করা হয়। আফ্রিকার সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে ঔপনিবেশিক শাসকরা যে প্রক্রিয়ায় সমগ্র মহাদেশটি থেকে হটিয়ে দিয়েছিল, নগুগি ওয়া থিয়োঙ্গো সে প্রক্রিয়ারই ধারাবাহিকতা দেখেছেন উপনিবেশ-পরবর্তী কেনিয়াতে। দেশটিতে ভাষা, সাহিত্য ও রাজনীতির বিউপনিবেশায়ন উদ্যোগ গ্রহণ করা হলে তার প্রতিক্রিয়ায় শাসকরা যেসব নিপীড়নমূলক ব্যবস্থা নিয়েছিল, সেগুলোর বর্ণনা গ্রন্থভুক্ত প্রবন্ধগুলোতে মিলবে। এ প্রবন্ধগুলো সাহিত্যতত্ত্বের গবেষকদের কাছে যেমন আকর্ষণীয়, রাজনৈতিক কর্মীদের কাছেও তেমনই প্রাসঙ্গিক। নগুগির নিজের ও অন্য বহু মানুষের অজস্র অভিজ্ঞতার বিবরণ ও সেগুলোর বিশ্লেষণ এ বইটিকে একদিকে সহজবোধ্য ও আকর্ষণীয় করেছে, অন্য দিকে নগুগির তাত্ত্বিক চিন্তাকে বাস্তবের শক্ত জমিনও প্রদান করেছে।
নগুগি ওয়া থিয়োঙ্গো
নগুগির জন্ম ও বেড়ে ওঠা ব্রিটিশ উপনিবেশিত রাষ্ট্রব্যবস্থায় একটি প্রথাগত কৃষক-পরিবারে। ভাষার বিউপনিবেশায়ন-তৎপরতার অংশ হিসেবে ইংরেজির বদলে তিনি মাতৃভাষা গিকুয়ুতে সাহিত্যচর্চা শুরু করেন, পাশাপাশি সক্রিয় ভূমিকা পালন করেছেন কেনিয়ার শিক্ষাক্রমের বিউপনিবেশায়ন-প্রচেষ্টায়। পরিণামে তাঁকে কারাবরণ থেকে শুরু করে বিভিন্ন অন্যায় অবদমনের শিকার হতে হয়েছে। উগান্ডার মাকারেরে বিশ্ববিদ্যালয় কলেজ ও ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিডস থেকে উচ্চশিক্ষা লাভ করা থিয়োঙ্গো বর্তমানে ইংরেজি ও তুলনামূলক সাহিত্যের ডিস্টিংগুইশড অধ্যাপক হিসেবে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, আরভিনে কর্মরত।
শিবলী নোমান
শিবলী নোমান-এর জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে শিক্ষকতা করছেন। গণমাধ্যমের রাজনৈতিক অর্থনীতি, সংবাদ ও ইতিহাস-নির্মাণপ্রক্রিয়া, উত্তর-উপনিবেশবাদ, আন্তর্জাতিক সম্পর্ক ও জেন্ডার-রাজনীতি নিয়ে পড়তে, ভাবতে ও লিখতে পছন্দ করেন। “মনোজগতের বিউপনিবেশায়ন” তাঁর প্রথম প্রকাশিত অনুবাদগ্রন্থ। তাঁর লেখালেখি ও দৈনন্দিন ভাবনাগুলোর সাক্ষাৎ মিলবে নিজস্ব ওয়েবসাইট shibleenoman.com এ।