শিবলী নোমান-এর জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে শিক্ষকতা করছেন। গণমাধ্যমের রাজনৈতিক অর্থনীতি, সংবাদ ও ইতিহাস-নির্মাণপ্রক্রিয়া, উত্তর-উপনিবেশবাদ, আন্তর্জাতিক সম্পর্ক ও জেন্ডার-রাজনীতি নিয়ে পড়তে, ভাবতে ও লিখতে পছন্দ করেন। “মনোজগতের বিউপনিবেশায়ন” তাঁর প্রথম প্রকাশিত অনুবাদগ্রন্থ। তাঁর লেখালেখি ও দৈনন্দিন ভাবনাগুলোর সাক্ষাৎ মিলবে নিজস্ব ওয়েবসাইট shibleenoman.com এ।