- Shop
- বন, বনবিনাশ ও বনবাসীর জীবন সংগ্রাম
বন, বনবিনাশ ও বনবাসীর জীবন সংগ্রাম
Language: Bangla |
Tags :
Book Info
"বাংলাদেশে উপকূলীয় সুন্দরবনের বাইরে প্রাকৃতিক বনের সামান্যই অবশিষ্ট আছে আজ। বর্তমানে দেশের ছয় শতাংশ এলাকা বন আচ্ছাদিত এমন হিসাবই পাই। এ হিসাবেও ফাঁকি আছে। সরকারি বনভূমিতে যে ‘সামাজিক’ ‘কৃষি’ ও ‘শিল্প’ ‘বনায়ন’ দেখি তা প্রায় ক্ষেত্রে বিদেশী প্রজাতি দিয়ে তৈরি করা প্লান্টেশন। প্রাকৃতিক বনে শত রকমের জীবজন্তু, পশুপাখি ও আদিবাসীর নিরাপদ আশ্রয় নিয়ে যে প্রাণবৈচিত্র্য তা আগ্রাসী বা বিদেশী প্রজাতির কৃত্রিম বনে অনুপস্থিত। সরকারি বনভূমিতে বিপর্যয় ও বনবাসীর বেদনা নিয়ে আমরা যে অসংখ্য তথ্য-চিত্র পাই তা অত্যন্ত উদ্বেগজনক। প্রজাতি বিনাশের সাথে সাথে বনবাসীর জীবন, জ্ঞান, ঐতিহ্য এবং কৃষ্টি-সংস্কৃতিও বিপন্ন। কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকে প্রজাতি বিনাশ প্রক্রিয়ার সাথে যারা জড়িত এবং যারা আমাদের ঋণ সাহায্য দেবার নাম করে শৃঙ্খলে আবদ্ধ করছে তারা উল্টো বনবাসী এবং হতদরিদ্রদের উপরই দোষ চাপাচ্ছে যা অনৈতিক। পরিবেশবাদী ও আদিবাসীরা গবেষণা, বিশ্লেষণ, আলাপ আলোচনা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদির মাধ্যমে অন্যায় প্রতিরোধের কিছু চেষ্টা করেন। কিন্তু নানামুখী চাপের মুখে তা আবার ভেঙ্গে যায়। তারপরেও আবার উঠে দাঁড়াবার চেষ্টা। তীব্র চাপের মুখে কীভাবে কেউ কেউ বন ও আদিবাসীর জন্য সুরক্ষা তৈরির চেষ্টা করছেন তাই নিয়ে এই প্রকাশনা।"
সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট
সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট গবেষণা, সক্ষমতা বৃদ্ধি এবং অ্যাডভোকেসির মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার এবং পরিবেশগত ন্যায়বিচারের জন্য কাজ করে। যেসব সম্প্রদায়ের পরিবেশ এবং মানবাধিকার ক্ষয়প্রাপ্ত হয়েছে তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে, SEHD ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে তার প্রকাশনা, অনুসন্ধানী প্রতিবেদন, প্রশিক্ষণ এবং তৃণমূল ক্ষমতায়ন কর্মসূচির মাধ্যমে একটি আওয়াজ দেয়।"