ইউরোপের চিত্রকলার ইতিহাসে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব বর্তমানে ভিনসেন্ট ভ্যানগখ, শিল্প গবেষকরা তাকে 'ইম্প্রেশনিজম উত্তর' শিল্পীদের দলভূক্ত করেছেন। মাত্র ১০ বছরের কর্ম জীবনে তিনি বিশাল সংখ্যক স্কেচ ও পেইন্টিং করেছেন। তার জীবদ্দশায় এসব ছবি বিক্রী না হলেও বর্তমানে ছবির নিলামে তার সামান্য কোন স্কেচও আশ্চর্য মূল্যে বিক্রী হয়। ছবি ছাড়াও তার লেখা চিঠিগুলির সাহিত্য মূল্য অপরিসীম, এই বইয়ের শেষাংশে কয়েকটি নমুনা সংযুক্ত করা হয়েছে।
ভিনসেন্টের নাটকীয় জীবনের আবেগময় এক উপস্থাপনা এই বইয়ে লিপিবদ্ধ হয়েছে। ছবির পর্যালোচনা একধরনের গবেষণার মতো, সেরকম পাঠের সুযোগও অন্যত্র যথেষ্ট রয়েছে। এই বইটি শিল্পীর ব্যক্তিজীবনের আলেখ্য, সমকালীন পরিবেশের মাঝখানে দাঁড় করিয়ে তাকে চিনিয়ে দেয়া হয়েছে। পাঠক চিনতে পারবেন সেই আবেগী ‘ভিনসেন্টকে’ তাঁর আঁকা ছবির বিশ্লেষণে যা হয়ত মিলবে না।
এই লেখাটির একাংশ পূর্বে 'স্থাপত্য ও নির্মাণে প্রকাশিত হয়েছিল। লেখকের ইচ্ছা ছিল সম্পূর্ণ লেখাটি পুস্তকাকারে প্রকাশ করার। আমরা যখন তার এই মহার্ঘ বইটি ছেপে সকলের হাতে দিতে সক্ষম হচ্ছি তখন তিনি আর নেই। লেখক নিজে একজন খ্যাতনামা কবি ও গল্প লেখক হিসাবে ভিনসেন্টের জীবনের উত্থান-পতনের মধ্যে তার আবেগতাড়িত শিল্পীমনের কল্পচিত্র রচনা করেছেন। মূল লেখার গতি বজায় রাখতে চিত্র পরিচয়ের মতো ডিটেইলগুলি লেখক আলাদা করেছিলেন। বইয়ের সম্পূর্ণতার প্রয়োজনে শিল্পীর বিখ্যাত ছবিগুলির পরিচয় মূল লেখার পাশাপাশি তুলে ধরা হয়েছে।
প্রখ্যাত কবি ও কথাশিল্পী খালেদা এদিব চৌধুরী কুমিল্লা জেলার পয়ালগাছা গ্রামের প্রসিদ্ধ চৌধুরী পরিবারে ১৯৩৯ সালের ৩রা জুলাই জন্মগ্রহণ করেন। উদার, প্রগতিশীল, অসাম্প্রদায়িক খাঁটি বাঙালি বাবা মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্বামী আনোয়ারুল হক বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অবসরগ্রহণ করেন। খালেদা এদিব চৌধুরী এক পুত্র ও দু কন্যা সন্তানের জননী। তিনি প্রথম জীবনে শিক্ষকতা করেছেন, পরে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তারও পরে তথ্য মন্ত্রণালয়ে কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। দীর্ঘদিন সম্পাদনা করেছেন কিশোর পত্রিকা 'নবারুণ' এবং পরে 'সচিত্র বাংলাদেশ' পত্রিকা। ‘অতলান্তিক' নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৪৪ টি, তার কয়েকটির নাম এখানে উল্লেখ করা হলো । কাব্যগ্রন্থ: তোমার অনঙ্গ, আমার দাহ আমার হাত, পান্থ তোমার ভালোবাসা। কিশোরগ্রন্থ: মুক্তিযুদ্ধের কিশোর গল্প,