আবু জাফর
আবু জাফর (জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৪৮) লেখক ও অনুবাদক।পুরো নাম আবু জাফর মোঃ ইকবাল। যশোর এম. এম. কলেজ থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. (রাষ্ট্রবিজ্ঞান) পাস করার পর তিনি ১৯৭০ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। ২০০৬ সালে চাকরি থেকে অবসর গ্রহণের পূর্বে তিনি তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ : মওলানা আকরাম খাঁ-এ ভারসেটাইল জিনিয়াস, মুসলিম ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ, মোগল যুগের বিচার, রাজভবন থেকে বঙ্গভবন, রসুল মুহাম্মদ (স); অনূদিত গ্রন্থ : মুসলিম আন্তর্জাতিক আইন, মহানবীর শাশ্বত পয়গাম, বিশ্বনবী মুহাম্মদ (স), মহানবীর জীবন আলো নাহজুল বালাগা, বাঙালার ইতিহাস, ইসলাম ও মুসলিম উম্মাহ, কালের সাক্ষী ঢাকা, বীর ও বীরবন্দনা, বাঙলা ভাগ হল,তমস।