কেন এবং কীভাবে বাংলার আজকের রাজনৈতিক পরিগঠন সম্ভব হলো, সেই রুদ্ধশ্বাস ইতিহাসের সাথে পাঠক পরিচিত হবেন বাঙলা ভাগ হল নামের অসাধারণ এই গবেষণাকর্মটি থেকে। বাংলা ভাগ হওয়া নিয়ে প্রচলিত ইতিহাসের অনেকগুলো বয়ানকে জয়া চ্যাটার্জি অসঠিক প্রতিপন্ন করেছেন তাঁর এই গবেষণায়। মূলধারার অধিকাংশ ইতিহাসগ্রন্থে ভারতজুড়ে সংখ্যালঘু মুসলমান মধ্যবিত্ত ও সেটার প্রতিনিধি আকারে মুসলিম লীগের উত্থানকে সাম্প্রদায়িক উত্থানের কারণ হিসেবে দেখানো হয়। কিন্তু জয়া চ্যাটার্জি তাঁর এই গ্রন্থে দেখিয়েছেন বাংলায় হিন্দু জনগোষ্ঠীর জন্য পৃথক একটি বাসভূমির দাবিটি মধ্যবিত্ত শ্রেণির মাঝে জনপ্রিয় হয়ে ওঠার ঘটনাটিও হিন্দু সাম্প্রদায়িকতার উত্থান এবং দেশভাগের পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছে।
বাঙলা ভাগ হল গ্রন্থটি কেবল এই হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বিভাজনের সরল আখ্যানই নয়, শহর বনাম মফস্বল, নমঃশূদ্র বনাম বর্ণহিন্দু, কংগ্রেস বনাম হিন্দু মহাসভা, বাংলা কংগ্রেস বনাম সর্বভারতীয় কংগ্রেস, কৃষক প্রজা পার্টি বনাম মুসলীম লীগ এবং বাংলার ইতিহাসের এমনি আরও বহু ভুলে যাওয়া অধ্যায়ের সাথে পাঠককে পরিচিত করিয়ে দেবে। শুধু রাজনৈতিক দল ও দলিলপত্রাদি নয়, জয়া চ্যাটার্জি তাঁর গবেষণায় ওই সময়ের সাহিত্য ও সংস্কৃতির নানান স্তরের মানুষের লেখাপত্র থেকেও অজস্র নজির সংগ্রহ করেছেন, বিশ্লেষণ করে দেখিয়েছেন দেশভাগকে অনিবার্য করে তোলা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রক্রিয়াগুলোকে। বাঙলা ভাগ হল গ্রন্থটি দেশভাগ বিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থের মর্যাদায় অভিষিক্ত হয়েছে।
অনেকগুলো গুরুত্বপূর্ণ গবেষণার কল্যাণে জয়া চ্যাটার্জি দেশভাগ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ে অন্যতম প্রধান গবেষক হিসেবে জায়গা করে নিয়েছেন। দিল্লী বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রী রাম কলেজ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে ইতিহাস বিষয়ে অধ্যয়ন করেছেন। জয়া, পরবর্তী সময়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘সাম্প্রদায়িক নীতি ও বাংলা ভাগ, ১৯৩২-১৯৪৭'। তিনি লন্ডন স্কুল অব ইকনোমিক্স এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন। বর্তমানে ট্রিনিটি কলেজে দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ে অধ্যাপক হিসেবে যুক্ত আছেন। এই বইটি তাঁর Bengal Divided: Hindu Communalism and Partition, 1932-1947 গ্রন্থের অনুবাদ। এছাড়া তার উল্লেখযোগ্য গবেষণাগ্রন্থের মাঝে আছে Partition's Legacies; The Bengal Diaspora: Rethinking Muslim Migration; Routledge Handbook of the South Asian Diaspora; The Spoils of Partition: Bengal and India 1947-1967.