শিশু বিকাশ কেন্দ্র ১৯৯১ সাল থেকে যে সকল শিশুর স্বাভাবিক বিকাশ প্রাপ্তির সমস্যা আছে তাদের জন্য কাজ করে আসছে। দেখা গেছে দৃষ্টিহীন ও স্বল্পদৃষ্টি সম্পন্ন শিশুদের সংখ্যা ক্রমে ক্রমে বেড়ে চলেছে। এই বইটি বাবা-মা এবং প্রাথমিক পর্যায়ের সেবাপ্রদানকারী ও পেশাজীবীদের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলবে যা যথাশীঘ্র সনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থা প্রণয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথাযথ দৃষ্টি বিকাশে সহায়ক হবে। শিশু-বিকাশ কেন্দ্রে দৃষ্টির সমস্যা আছে এ ধরনের শিশুদের পর্যায়ক্রমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে অনেক শিশুর দৃষ্টির উন্নতি হয়েছে। শিশু বিকাশ কেন্দ্র দৃষ্টিশক্তি পরীক্ষা ও সমস্যা সমাধানের জন্য মূলত ‘ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থ’, লন্ডন এর সাথে সংযুক্ত ডা. প্যাট্রিসিয়া সঙ্কসেনের বর্ণিত কৌশলসমূহ অনুসরণ করছে। দৃষ্টিহীন শিশুদের দৃষ্টির উন্নতির লক্ষ্যে তাদের বাবা-মা ও পেশাজীবীদের জন্য ডা. প্যাট্রিসিয়া সঙ্কসেন ও তার সহযোগী ব্লান্চ স্টিফ যে বইটি (Show Me What My Friends Can See, ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থ, ১৯৯১) রচনা করেছেন তা তাদের অনেক বছরের অভিজ্ঞতার ফল। এই বইটি বাবা-মা ও পেশাজীবীদের জন্য অমূল্য সম্পদ। পৃথিবীর অন্যান্য দেশে মূল বইটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং শিশুদের জন্য ব্যবহৃত হয়ে আসছে। এতে করে শত শত শিশুদের দৃষ্টি ও সার্বিক বিকাশে উন্নতি পরিলক্ষিত হয়েছে। বাংলায় অনূদিত হওয়ায় বইটি বাংলা ভাষাভাষিদের জন্য যথেষ্ট কল্যাণে আসবে বলে আমাদের বিশ্বাস।