নবী পরিচয়
https://uplbooks.com/shop/9840502093-10691 https://uplbooks.com/web/image/product.template/10691/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
পৃথিবীর বিভিন্ন ভাষার মত বাংলা ভাষাতেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে-ওয়াসাল্লাম-এর উপর অসংখ্য গ্রন্থ রচিত ও সংকলিত হয়েছে। হযরত (দ.)-এর জীবন ও আদর্শ নিয়ে রচিত বর্তমান গ্রন্থ নবী পরিচয় ইসলামী চিন্তাবিদগণ কর্তৃক প্রশংসিত একখানা গ্রন্থ। এই গ্রন্থে লেখক মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ ও কর্মময় জীবনকে যেভাবে সুসংগত যুক্তির মাধ্যমে উপস্থাপন করেছেন তা বিরল। লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন বৈশিষ্ট্যকে জ্ঞান-বিজ্ঞানের কষ্টি পাথরে যুক্তির আলোকে এমনভাবে তুলে ধরেছেন, যা যেকোন বিদগ্ধজনকেই অনায়াসে আকৃষ্ট করে। গ্রন্থটিতে বিশ্বনবীর পরিচয় সার্থকভাবে বর্ণিত হয়েছে। ফলে এটি ইসলাম ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের কাছেই তথ্যপূর্ণ ও সাবলীল গ্রন্থ হিসেবে দেখা দেবে।
মাওলানা মমতাজ উদ্দীন আহমেদ
মাওলানা মমতাজ উদ্দীন আহমেদ (১৮৮৯-১৯৭৪) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১০, ১৯১৩ ও ১৯১৬ খ্রীষ্টাব্দে যথাক্রমে আলিম, ফাজিল ও ফখরুল মুহাদ্দিসীন পরীক্ষা পাস করেন। মাওলানা ইসহাক বর্ধমানী ও মাওলানা নাযের হাসান দেওবন্দীর নিকট হাদীস অধ্যয়ন করেন এবং মাওলানা আবদুল হক হাক্কানী, মাওলানা লুত্ফুর রহমান বর্ধমানী, মাওলানা ফযলে হক রামপুরীর ন্যায় ধর্মীয় জ্ঞানবিশারদের নিকট অন্যান্য বিষয় শিক্ষা গ্রহণ করেন। ১৯২১ খ্রীষ্টাব্দে তিনি কলিকাতা প্রেসিডেন্সি কলেজে অস্থায়ী প্রভাষক হিসাবে এবং পরবর্তীতে কলিকাতা আলীয়া মাদ্রাসায় প্রভাষকরূপে যোগদান করেন। একটানা ৩৪ বছর এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে ১৯৫৩ সালে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগের সুপার নিউমেরারি প্রফেসর হিসাবে তিন বছর দায়িত্ব পালন করেন। হাদীস শাস্ত্রে মাওলানা মমতাজ উদ্দীনের জ্ঞান ছিল ব্যাপক ও গভীর। আরবী