- Shop
- শেকলবন্দি স্বাধীনতা
শেকলবন্দি স্বাধীনতা
প্রতিবন্ধী মানুষের সমাজ, রাজনীতি ও রাষ্ট্রভাবনা
https://uplbooks.com/shop/9789845065726-22530 https://uplbooks.com/web/image/product.template/22530/image_1920?unique=648f584
Book Info
প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি তীব্র উপেক্ষা বাংলাদেশের মতো খুব কম দেশেই মিলবে। এদেশের রাষ্ট্র বিষয়ে ভাবনা হোক, নগর বিষয়ক ভাবনা হোক কিংবা ভবন নির্মাণের ভাবনা হোক, জনগোষ্ঠীর বড় একটা অংশের সুযোগ-সুবিধার কথা ভাবাই হয় না। এরই ছাপ মিলবে প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের বৈষম্যমূলক আইনে, মিলবে প্রতিবন্ধী ব্যক্তির প্রতি নিত্যদিনের মানবিকতা বিবর্জিত সংস্কৃতিতে। শেকলবন্দি স্বাধীনতা: প্রতিবন্ধী মানুষের সমাজ, রাজনীতি ও রাষ্ট্র ভাবনা বইটি প্রতিবন্ধী মানুষের কণ্ঠস্বর হয়ে রাষ্ট্র, নাগরিক সমাজ, রাজনৈতিক ও সরকারি কর্মকর্তা, পরিকল্পনাবিদ, স্থপতি, বুদ্ধিজীবী এবং উন্নয়ন কর্মীদের গৎবাঁধা চিন্তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গোটা সমাজের কাছে সাবরিনা সুলতানা আমাদের সমাজের একটা অমাবিকতার অচলায়নকে প্রশ্ন তুলেছেন—কেন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আন্দোলনে অথবা জনগুরুত্বপূর্ণ আলোচনা, সংলাপে বা রাষ্ট্রের কোনো ভূমিকাতেও আমরা প্রতিবন্ধী মানুষদের দেখি না? এই সকল প্রশ্নের আলোকে বইটিতে Disability Lense এবং CRPD Lense দুভাবেই প্রতিবন্ধী মানুষ সম্পর্কিত আইন, নীতিমালা, সরকারি ও বেসরকারি গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম বিশ্লেষণ করা হয়েছে। একটি সত্যিকারের মানবিক ও সাম্যের সমাজের কল্পনা যারা করেন, তাদের সকলের ভাবনার খোরাক যোগাবে এই বই।
সাবরিনা সুলতানা
সাবরিনা সুলতানা বাংলাদেশের একমাত্র তীব্র গুরুতর প্রতিবন্ধী নারী যিনি গত দেড় দশক ধরে প্রতিবন্ধী মানুষদের অধিকার প্রতিষ্ঠায় রাজপথের লড়াইয়ের কর্মী হিসেবে যুক্ত। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সন্তান সাবরিনা শৈশবেই মাস্কুলার ডিস্ট্রফি প্রতিবন্ধিতাবরণ করেন। কৈশোর থেকেই স্থানীয় ও জাতীয় দৈনিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদী লেখালেখির সুবাদে পরিচিতি লাভ করেন। সাবরিনা সুলতানা সরব আছেন তাঁর ব্লগ ফেসবুক, আমি ও আমাদের স্বপ্ন-এর মাধ্যমে। জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলের ২০১১ সালের বিশ্ব সেরা ব্লগ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দ্বিতীয় স্থান লাভ করেছেন। তাঁর উদ্যোগে ২০০৯-এর জুলাইয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন বি-স্ক্যান গড়ে ওঠে। প্রতিষ্ঠাকাল থেকে জাতীয় ডিপিও নেটওয়ার্ক পিএনএসপির সাবেক উপপরিচালক হিসেবে কাজ করেছেন। প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র হিসেবে একীভূত শিক্ষা ও সংস্কৃতির চেতনায় গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘কৃষ্টি’ গড়ে তোলেন ২০১৮ সালে। প্রতিবন্ধী মানুষের কণ্ঠস্বর