Filters

সাবরিনা সুলতানা বাংলাদেশের একমাত্র তীব্র গুরুতর প্রতিবন্ধী নারী যিনি গত দেড় দশক ধরে প্রতিবন্ধী মানুষদের অধিকার প্রতিষ্ঠায় রাজপথের লড়াইয়ের কর্মী হিসেবে যুক্ত। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সন্তান সাবরিনা শৈশবেই মাস্কুলার ডিস্ট্রফি প্রতিবন্ধিতাবরণ করেন। কৈশোর থেকেই স্থানীয় ও জাতীয় দৈনিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদী লেখালেখির সুবাদে পরিচিতি লাভ করেন। সাবরিনা সুলতানা সরব আছেন তাঁর ব্লগ ফেসবুক, আমি ও আমাদের স্বপ্ন-এর মাধ্যমে। জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলের ২০১১ সালের বিশ্ব সেরা ব্লগ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দ্বিতীয় স্থান লাভ করেছেন। তাঁর উদ্যোগে ২০০৯-এর জুলাইয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন বি-স্ক্যান গড়ে ওঠে। প্রতিষ্ঠাকাল থেকে জাতীয় ডিপিও নেটওয়ার্ক পিএনএসপির সাবেক উপপরিচালক হিসেবে কাজ করেছেন। প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র হিসেবে একীভূত শিক্ষা ও সংস্কৃতির চেতনায় গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘কৃষ্টি’ গড়ে তোলেন ২০১৮ সালে। প্রতিবন্ধী মানুষের কণ্ঠস্বর ত্রৈমাসিক অপরাজেয়-এর সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর আন্তর্জাতিক সম্পাদনা বিভাগে খণ্ডকালীন কাজ করেছেন।