- Shop
- রয়টার্সের দিনগুলো
রয়টার্সের দিনগুলো
বাংলাদেশ ডায়েরি ১৯৯৬-২০১৯
https://uplbooks.com/shop/9789845065610-22565 https://uplbooks.com/web/image/product.template/22565/image_1920?unique=564d688
Tags :
Book Info
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে ২৩ বছরের জীবনে নানামুখী ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে এই বই। আন্তর্জাতিক অঙ্গনের পাঠকদের জন্য উপযুক্ত ঘটনাবলি সংগ্রহ ও পরিবেশনকালে মুখোমুখি হয়েছেন বিবিধ পরিস্থিতির। দুটি রাজনৈতিক দলের ক্ষমতার পালাবদল সংবাদ পরিবেশনের ক্ষেত্রকে কখনো সহজ করেছে, কখনো করেছে প্রতিকূল। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম হওয়ার সুবাদে কিছু কিছু ক্ষেত্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তুলনামূলক সহজ প্রবেশাধিকার ছিল, অপরাপর সংবাদকর্মীর কাছে যা ছিল তুলনামূলক কঠিন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে কখনো হুমকি পেয়েছেন, আবার যখন দেশীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন, তখন ক্ষেত্রবিশেষে সেলফ সেন্সরশিপ করতে হয়েছে। সেই সব কাহিনিই মিলবে এই গ্রন্থে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সংবাদ রয়টার্স থেকে এককভাবে সবার আগে আন্তর্জাতিক অঙ্গনে জানিয়েছেন সিরাজুল কাদির। পেশাগত দক্ষতা ও সৌজন্যের মাধ্যমে কীভাবে ভেতরের খবর বের করে আনা যায় তার বর্ণনা রয়েছে এই গ্রন্থে। কেন্দ্রীয় ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তার সঙ্গে আলাপের পর নিশ্চিত হয়ে ব্যাংকের রিজার্ভ চুরির এই সংবাদ প্রচার হয়। এ কাজে সহযোগিতা পান বিদেশের সহকর্মীদের। ব্যাংক ব্যবস্থাপনার ত্রুটিও উঠে আসে তাঁর প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার প্রতিবেদনের জন্য তিনি সম্মানজনক SOPA পুরস্কার পান। রয়টার্সের দিনগুলো: বাংলাদেশ ডায়েরি ১৯৯৬-২০১৯ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য তো বটেই, যে-কোনো আগ্রহী পাঠকের জন্য রেফারেন্স বই হিসেবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
সিরাজুল ইসলাম কাদির
সিরাজুল ইসলাম কাদির জন্ম ১৯৫৮ সালে পিরোজপুর জেলায়। মায়ের নাম আনোয়ারা বেগম এবং বাবার নাম আব্দুল কাদির। স্কুলশিক্ষক পিতার হাত ধরে বেড়ে ওঠেন ছায়া সুনিবিড় ভবানীপুর গ্রামে। ব্যবস্থাপনা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সুদীর্ঘ সাংবাদিকতা জীবনের সূচনা হয় দৈনিক সংবাদ থেকে। এরপর সাপ্তাহিক বিচিত্রায় দীর্ঘদিন খণ্ডকালীন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক বাংলাবাজার পত্রিকা এবং দৈনিক মানবজমিন-এ অর্থনীতি পাতার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনে প্রকাশনা কর্মকর্তা হিসেবেও। সরকারি তিতুমীর কলেজে প্রায় ১২ বছর শিক্ষকতা করেছেন। সাংবাদিকতা এবং পেশাগত দায়িত্ব পালন সূত্রে এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার বহু দেশ সফর করেছেন। স্কুলজীবনে দেশাত্মবোধক কবিতা রচনার জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স-এ ২৩ বছরের সাংবাদিকতা জীবন