Filters

সিরাজুল ইসলাম কাদির জন্ম ১৯৫৮ সালে পিরোজপুর জেলায়। মায়ের নাম আনোয়ারা বেগম এবং বাবার নাম আব্দুল কাদির। স্কুলশিক্ষক পিতার হাত ধরে বেড়ে ওঠেন ছায়া সুনিবিড় ভবানীপুর গ্রামে। ব্যবস্থাপনা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সুদীর্ঘ সাংবাদিকতা জীবনের সূচনা হয় দৈনিক সংবাদ থেকে। এরপর সাপ্তাহিক বিচিত্রায় দীর্ঘদিন খণ্ডকালীন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক বাংলাবাজার পত্রিকা এবং দৈনিক মানবজমিন-এ অর্থনীতি পাতার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনে প্রকাশনা কর্মকর্তা হিসেবেও। সরকারি তিতুমীর কলেজে প্রায় ১২ বছর শিক্ষকতা করেছেন। সাংবাদিকতা এবং পেশাগত দায়িত্ব পালন সূত্রে এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার বহু দেশ সফর করেছেন। স্কুলজীবনে দেশাত্মবোধক কবিতা রচনার জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স-এ ২৩ বছরের সাংবাদিকতা জীবন শেষে ২০১৯ সালের নভেম্বর মাসে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি আমেরিকান চেম্বার্স জার্নাল-এর সম্পাদক। ইউপিএল থেকে প্রকাশিত বই টাকা এলো কেমন করে শিশু-কিশোর ও বিদ্বৎসমাজে প্রশংসিত হয়েছে।


Books by the Author