- Shop
- Autobiography, Biography and Memoirs
- ইরাকের ডায়েরি
ইরাকের ডায়েরি
যুদ্ধ, অবরোধ, জনজীবন নিয়ে জাতিসংঘের এক নারী পর্যবেক্ষকের দিনলিপি (মার্চ-ডিসেম্বর ১৯৯৭)
https://uplbooks.com/shop/9789845065573-22524 https://uplbooks.com/web/image/product.template/22524/image_1920?unique=3483587
Book Info
জাতিসংঘে চাকরির সুবাদে ‘তেলের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে লেখক হাস্নাহেনা ১৯৯৭ সালের মার্চ-ডিসেম্বর পর্যন্ত ইরাকে ছিলেন। দেশটি তখন মার্কিন নেতৃত্বাধীন কঠোর অবরোধের মুখোমুখি। সে সময় তিনি সারা ইরাকজুড়ে জাতিসংঘের কার্যক্রম পর্যবেক্ষণ তো করেছেনই, কান পেতে শুনেছেন ইরাকিদের একান্ত কথা, চোখ মেলে দেখেছেন ইরাকের মানুষের দীন জীবনযাপন। জাতিসংঘের অবরোধের মধ্যে কীভাবে কেটেছে তাদের দৈনন্দিন জীবন, জীবিকা, তার একটি চিত্র মিলবে এই স্মৃতিকথায়। দিনলিপির মতো করে ব্যক্তির অভিজ্ঞতার কথা লেখা হলেও এতে উঠে এসেছে মার্কিন পররাষ্ট্রনীতির ভূমিকা, দেশটির সেসময়কার আর্থসামাজিক অবস্থা, নারী-পুরুষ সম্পর্কের ওপর পুরুষতান্ত্রিক প্রতিফলন এবং লেখকের জীবন দর্শন। জাতিসংঘে চাকুরিরত অবস্থায় সংস্থাটির কিছু কার্যকলাপের বিরোধিতা করায় কর্মক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব বিষয়েও তিনি লিখেছেন। পরবর্তীকালে ইরাক যে আবারও মার্কিন আগ্রাসন ও দখলদারিত্বের শিকার হলো, তার প্রেক্ষাপটটি এই গ্রন্থে দারুণভাবে উঠে এসেছে। ইরাকের ডায়েরি: যুদ্ধ, অবরোধ, জনজীবন নিয়ে জাতিসংঘের এক নারী পর্যবেক্ষকের দিনলিপি (মার্চ-ডিসেম্বর ১৯৯৭) বইটি মধ্যপ্রাচ্যের সমাজ, মার্কিন নীতি ও জাতিসংঘের ভূমিকা এবং পরবর্তী ঘটনাপ্রবাহ বিষয়ে আগ্রহী পাঠকের কৌতূহল মেটাবে।
হাস্নাহেনা
হাস্নাহেনা ১৯৫২ সালের ৩ জানুয়ারি বরিশাল জেলার ‘সুন্দর গাঁও’ গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরাসমাস বিশ্ববিদ্যালয় (নেদারল্যান্ডস) এর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজ (আইএসএস) থেকে যথাক্রমে ‘সমাজকল্যাণ’ এবং ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ (বিশেষজ্ঞতা: নারী এবং উন্নয়ন) বিষয়ে। আশির দশক থেকে ‘নারী-পুরুষ সম্পর্ক’ কেন্দ্রিক নানা বিষয়ে তাঁর লেখা ছাপা হয়েছে বিভিন্ন দৈনিক এবং সাময়িকীতে। সম্পাদনা করেছেন ঢাকা থেকে প্রকাশিত স্বপ্রভ নামে জেন্ডার বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা। তাঁর পূর্ব প্রকাশিত গ্রন্থ: বিদ্রোহ করো নারী। পেশাগত জীবনে তিনি কাজ করেছেন মুখ্যত: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড, কুমিল্লা) এবং জাতিসংঘের ‘বিশ্ব খাদ্য কর্মসূচি’তে। যুক্ত রয়েছেন নারীর ক্ষমতায়ন এবং মানবাধিকার বিষয়ক বিভিন্ন কার্যক্রমে।