Filters

হাস্নাহেনা ১৯৫২ সালের ৩ জানুয়ারি বরিশাল জেলার ‘সুন্দর গাঁও’ গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরাসমাস বিশ্ববিদ্যালয় (নেদারল্যান্ডস) এর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজ (আইএসএস) থেকে যথাক্রমে ‘সমাজকল্যাণ’ এবং ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ (বিশেষজ্ঞতা: নারী এবং উন্নয়ন) বিষয়ে। আশির দশক থেকে ‘নারী-পুরুষ সম্পর্ক’ কেন্দ্রিক নানা বিষয়ে তাঁর লেখা ছাপা হয়েছে বিভিন্ন দৈনিক এবং সাময়িকীতে। সম্পাদনা করেছেন ঢাকা থেকে প্রকাশিত স্বপ্রভ নামে জেন্ডার বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা। তাঁর পূর্ব প্রকাশিত গ্রন্থ: বিদ্রোহ করো নারী। পেশাগত জীবনে তিনি কাজ করেছেন মুখ্যত: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড, কুমিল্লা) এবং জাতিসংঘের ‘বিশ্ব খাদ্য কর্মসূচি’তে। যুক্ত রয়েছেন নারীর ক্ষমতায়ন এবং মানবাধিকার বিষয়ক বিভিন্ন কার্যক্রমে।


Books by the Author