- Shop
- প্রগতিশীল উর্দু কবিতা
প্রগতিশীল উর্দু কবিতা
https://uplbooks.com/shop/9789845064989-22062 https://uplbooks.com/web/image/product.template/22062/image_1920?unique=50a3367
Book Info
১৯৩০-এর শতকের মাঝামাঝিতে উর্দু সাহিত্য-সেবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত আনজুমান-এ-তরক্কী পসন্দ মুসানিফিন ছিল প্রগতিপন্থি একটি সাহিত্য আন্দোলন। এই ধারাটিই পরবর্তীকালে ভারতবর্ষজুড়ে হিন্দি, বাংলা, মারাঠি, পাঞ্জাবি, তেলেগু ইত্যাদি ভাষায় প্রসারিত হয়। সমাজতন্ত্রী চিন্তাধারায় অনুপ্রাণিত এই সাহিত্যিকদের স্বপ্ন ছিল রাষ্ট্রীয় নিপীড়নমুক্ত একটি সমতাপূর্ণ সমাজ। দেশভাগের পর প্রগতিশীল সাহিত্যিকদের কেউ কেউ পাকিস্তানে চলে যান। খুব শীঘ্রই তাঁরা পাকিস্তানের রাষ্ট্রীয় শত্রু বলে বিবেচিত হতে থাকেন। ১৯৫১ সালে পাকিস্তানে ‘রাওয়ালপিন্ডি ষড়যন্ত্র মামলা’য় ফয়েজ আহমদ ফয়েজ এবং সাজ্জাদ যহীরকে গ্রেফতার করে বিচার শুরু করা হয়। তাঁদের প্রকাশনা ও সভা-সমিতির ওপর আসতে থাকে নানা রকম বিধিনিষেধ। প্রগতিশীল এই সাহিত্যিকেরা যেমন সামরিক শাসন, নাগরিক অধিকার হরণ, জাতিগত বা ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন, তেমনি নারীর সমতা, যৌনতা, ইত্যাদিকে তারা তাদের সাহিত্যের বিষয়বস্তু করেছেন। ফলে রাষ্ট্র কিংবা রক্ষণশীল সমাজ, উভয়ের খড়গ থেকে তাদের কখনোই রেহাই মেলেনি। প্রবল মনের মুখেও বিভিন্ন প্রজন্মের পাকিস্তানি উর্দু কবি ও লেখকেরা তাঁদের রচনায় প্রগতিশীল চেতনার ছাপ রেখেছেন। বর্তমান সংকলনটি প্রতিনিধিত্বমূলক পনেরো জন উর্দু কবি- ফিরাক গোরখপুরী, জোশ মালিহাবাদী, সাজ্জাদ যহীর, মখদূম মুহিউদ্দীন, বামিক জৌনপুরী, আসরার-উল-হক মজায, ফয়েজ আহমদ ফয়েজ, মুঈন আহসান জযবী, আলী সর্দার জাফরি, জাঁ নিসার আখতার, আহমদ নাদীম কাসমী, কাইফি আযমি, মজরূহ সুলতানপুরী, সাহির লুধিয়ানভি, হাবীব জালিব-এর নির্বাচিত কবিতার বাংলা অনুবাদ।
সফিকুন্নবী সামাদী
সফিকুন্নবী সামাদী (জন্ম ১৯৬৩) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। পিএইচডি গবেষণায় বাংলা ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং উর্দু-হিন্দি ঔপন্যাসিক মুনশী প্রেমচন্দের তুলনামূলক অধ্যয়ন করেছেন। উর্দু-হিন্দি সাহিত্য থেকে বাংলায় অনুবাদ করছেন নিয়মিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিবেদিত একশত কবিতা হিন্দিতে অনুবাদ করেছেন। কে বি এস প্রকাশন, দিল্লি থেকে তাঁর হিন্দিতে সম্প্রতি প্রকাশিত গ্রন্থ: জন্মশতবর্ষ কী শ্রদ্ধাঞ্জলি: বাংলাদেশ কে রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কো নিবেদিত সৌ কবিতায়েঁ। তাঁর গবেষণা গ্রন্থ: কথাসাহিত্যে বাস্তবতা: শরৎচন্দ্র ও প্রেমচন্দ, তারাশঙ্করের ছোটগল্প: জীবনের শিল্পিত সত্য, নজরুলের গান: কবিতার স্বাদ, গবেষণাপদ্ধতি সম্পর্কিত গ্রন্থ: সাহিত্য—গবেষণা: বিষয় ও কৌশল। অনুবাদগ্রন্থ: ত্রিবেণী (উর্দু কাব্য): গুলযার; খোয়াহিশেঁ (হিন্দি নাটক): মৃত্যুঞ্জয় প্রভাকর; উল্টো গাছ (উর্দু আখ্যান): কৃষণ চন্দর; হাবীব জালিবের কবিতা (উর্দু); মীনা কুমারীর কবিতা (উর্দু); নির্বাচিত গল্প (উর্দু): ইসমত