- Shop
- Business, Economics and Development
- পারমাণবিক বিদ্যুৎ: বাংলাদেশে রূপপুর প্রকল্প ও বিশ্ব অভিজ্ঞতা
পারমাণবিক বিদ্যুৎ: বাংলাদেশে রূপপুর প্রকল্প ও বিশ্ব অভিজ্ঞতা
https://uplbooks.com/shop/9789845064408-11692 https://uplbooks.com/web/image/product.template/11692/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
এই গ্রন্থের আলোচ্য বিষয় পারমাণবিক বিদ্যুৎ, এটি বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক হলেও প্রায় অনালোচিত। পাকিস্তান আমলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার জন্য রূপপুরে জমি অধিগ্রহণ করা হয়, তখন বিশ্বজুড়ে এই প্রযুক্তির ব্যবহার ছিল উন্নয়ন সাফল্য ও গৌরবের বিষয়। কিন্তু এর প্রায় ৬০ বছর পর যখন এই প্রকল্প আরও বৃহদাকারে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, ততদিনে নানান বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে বিশ্বজুড়ে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলো ভীতি ও উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার সংকট, প্রকল্পের অতিব্যয়, ঘনবসতিপূর্ণ অঞ্চল ইত্যাদি প্রশ্ন তো আছেই, চেরনোবিল ও ফুকুশিমার কারণে পারমাণবিক বিদ্যুতের বহুমাত্রিক বিপদের ঝুঁকি এবং ভয়ংকর বিপর্যয় দেশে দেশে এর বিরুদ্ধে প্রবল জনমত তৈরি করেছে। পারমাণবিক বিদ্যুৎ বিষয়ে সর্বজনের অবগতি ও আলোচনার গুরুত্ব অনুভব করে এই গ্রন্থের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের ঋণনির্ভর পরনির্ভর এই প্রকল্পের প্রাসঙ্গিকতা, আর্থিক ও পরিবেশগত দিক, বর্জ্যসহ বিবিধ ঝুঁকি, জননিরাপত্তা ইত্যাদি পরীক্ষা করা হয়েছে। এতে লিখেছেন দেশ-বিদেশের বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজ বিশ্লেষক, গবেষক। এর মধ্যে কয়েকটি লেখা ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে। লেখকদের মধ্যে আছেন - এম ভি রামানা, আশ্বিননকুমার, জিয়া মিয়া, এ রহমান, কামরুল হায়দার, এম হারুণ উজ জামান, মোশাহিদা সুলতানা, কল্লোল মোস্তফা, মওদুদ রহমান, দেবাশীষ সরকার, মাহবুব রুবাইয়াৎ, আবুল হাসান রুবেল ও সভেতলানা আলেক্সিয়েভিচ। এছাড়া বিশেষজ্ঞদের সংলাপও পরিশিষ্টে সংযোজন করা হয়েছে।
আনু মুহাম্মদ
আনু মুহাম্মদ শিক্ষক ও লেখক। সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র-বিষয়ক জার্নাল সর্বজনকথার (২০১৪-) সম্পাদক। তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে আছে: বিশ্ব পুঁজিবাদ ও বাংলাদেশের অনুন্নয়ন (সংহতি, ২০০৭); বাংলাদেশের উন্নয়ন সংকট এবং এনজিও মডেল (প্রচিন্তা, ২০২১); পুঁজির আন্তর্জাতিকীকরণ ও অনুন্নত বিশ্ব (সমাজ নিরীক্ষণ কেন্দ্র, ১৯৯৩); বিশ্বায়নের বৈপরীত্য (শ্রাবণ, ২০০৩); নারী, পুরুষ ও সমাজ (সংহতি, ২০১২); ঈশ্বর, পুঁজি ও মানুষ (মাওলা ব্রাদার্স, ২০১৪); Development Re-examined: Construction and Consequences of Neo-liberal Bangladesh (ইউপিএল, ২০২১)।
কল্লোল মোস্তফা
কল্লোল মোস্তফা প্রকৌশলী, লেখক ও গবেষক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, পরিবেশ, রাজনীতি, অর্থনীতি, শ্রম-অধিকার ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও গবেষণা করেন। সর্বজনকথার নির্বাহী সম্পাদক। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে বাংলাদেশে উন্নয়নের রাজনৈতিক অর্থনীতি (সংহতি, ২০২১)। রয়েছে অনুবাদ-সংকলন কর্তৃত্ববাদ, আধিপত্য ও মুক্তির দিশা: বৈশ্বিক অভিজ্ঞতা (সংহতি, ২০২০), ডিজিটাল কর্তৃত্ববাদ, নজরদারি পুঁজিবাদ ও মানুষের স্বাধীন ইচ্ছার ভবিষ্যত (আদর্শ, ২০২৩)।
মোশাহিদা সুলতানা
মোশাহিদা সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক। বর্তমানে এনার্জি ট্র্যানজিশন বিষয়ে গবেষণা করছেন। বিদ্যুৎ-জ্বালানি পরিকল্পনার রাজনৈতিক অর্থনীতি, বিশ্বায়নের রাজনৈতিক অর্থনীতি, প্রাকৃতিক সম্পদ ব্যবহারের অর্থনীতি, উন্নয়নশীল দেশে কার্বন-নিঃসরণ হ্রাস সক্ষম ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের অর্থনীতি ও পানি-ব্যবস্থাপনা নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি সর্বজনকথার প্রকাশক।