Filters

আনু মুহাম্মদ শিক্ষক ও লেখক। সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র-বিষয়ক জার্নাল সর্বজনকথার (২০১৪-) সম্পাদক। তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে আছে: বিশ্ব পুঁজিবাদ ও বাংলাদেশের অনুন্নয়ন (সংহতি, ২০০৭); বাংলাদেশের উন্নয়ন সংকট এবং এনজিও মডেল (প্রচিন্তা, ২০২১); পুঁজির আন্তর্জাতিকীকরণ ও অনুন্নত বিশ্ব (সমাজ নিরীক্ষণ কেন্দ্র, ১৯৯৩); বিশ্বায়নের বৈপরীত্য (শ্রাবণ, ২০০৩); নারী, পুরুষ ও সমাজ (সংহতি, ২০১২); ঈশ্বর, পুঁজি ও মানুষ (মাওলা ব্রাদার্স, ২০১৪); Development Re-examined: Construction and Consequences of Neo-liberal Bangladesh (ইউপিএল, ২০২১)।