- Shop
- NGOs (Non-Governmental Organizations)
- নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও পরিছন্নতায় ব্র্যাকের অভিযাত্রা: একটি সমাজ রূপান্তরের গল্প
নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও পরিছন্নতায় ব্র্যাকের অভিযাত্রা: একটি সমাজ রূপান্তরের গল্প
https://uplbooks.com/shop/9789845064378-11684 https://uplbooks.com/web/image/product.template/11684/image_1920?unique=4cb8890
Language: Bangla |
Tags :
Book Info
নিরাপদ খাবার পানি ও পরিচ্ছন্নতার মাধ্যমে বাংলাদেশে যে রীতিমতো একটি সামাজিক রূপান্তর সাধিত হয়েছে, তার তুলনা বিরল। বিপুল এই কর্মযজ্ঞের একদিকে যেমন ছিল সমাজ-অধ্যয়ন ও পরিকল্পনা-প্রণয়ন, আরেকদিকে ছিল বিজ্ঞান ও প্রযুক্তির লাগসই অংশগুলোর উপযুক্ত ব্যবহার, প্রয়োজনে নতুন উদ্ভাবন। যেভাবে দরিদ্রতম জনগোষ্ঠীকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে, নারীদের বিশেষ বাস্তবতাগুলোকে মাথায় রেখে তাদেরকেই রূপান্তরের কর্মীবাহিনীতে পরিণত করা হয়েছে, ইমামদের খুতবার মাধ্যমে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিধি সম্পর্কিত জরুরি জ্ঞান ও তথ্য প্রচারের মাধ্যমে পরিণত করা হয়েছে, সেই অভিজ্ঞতা ও কর্মকৌশলগুলোর সার্বিক একটি বিবরণ এই গ্রন্থে মিলবে। সচেতনতা সৃষ্টিকে স্বাস্থ্যসুরক্ষা ও অগ্রগতির আবশ্যিক শর্ত হিসেবে নিয়ে, একইসাথে দরিদ্র এই বিশাল জনগোষ্ঠীর ওপর সচেতনতা চাপিয়ে না দিয়ে তাদের সম্মতি ও অংশগ্রহণের ভিত্তিতে বাংলাদেশে ব্র্যাক নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে অগ্রগতি সাধন করেছে, তা বিশ্বের বিভিন্ন দেশের জন্যই বহু বিবেচনায় অনন্য একটি দৃষ্টান্ত। ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াশ) কর্মসূচির সূত্রপাত, লক্ষ্য ও উদ্দেশ্য এবং এর অগ্রগতির পথের সকল কৃৎকৌশল ও কারিগরি প্রক্রিয়া এই বইয়ের বিষয়। নৃবিজ্ঞান, অর্থনীতি, উন্নয়ন গবেষণা এবং সাধারণভাবে মানুষ ও সমাজ নিয়ে যাঁরা ভাবেন, তাঁদের সাথে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়াই এই গ্রন্থের অভিপ্রায়।
মোঃ আকরামুল ইসলাম
মোঃ আকরামুল ইসলাম ব্র্যাকের ওয়াশ, কমিউনিকেবল ডিজিজেস হিউম্যানিটারিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রামের ঊর্ধ্বতন পরিচালক। তিনি ব্র্যাকের জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ-এ অ্যাডজাঙ্কট প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করছেন। ড. আকরামুল থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ কেয়ার ম্যানেজমেন্ট-এ মাস্টার্স ডিগ্রি এবং জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল কমিউনিটি হেলথ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণাপত্র পঞ্চাশটিরও বেশি আন্তর্জাতিক পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত হয়েছে।