বাংলাভাষার ক্রমবিকাশ: উপভাষার প্রভাব
https://uplbooks.com/shop/9789845063333-11671 https://uplbooks.com/web/image/product.template/11671/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
বাংলা গদ্যভাষার বিকাশে প্রমিত বাংলা প্রায় একক স্থান করে নিয়েছে। কিন্তু প্রমিত বাংলার উৎস আছে উপভাষাতে। চর্যাপদ থেকে বাংলা সাহিত্যের যাত্রা শুরু হয় এবং একটা দীর্ঘ সময় ধরে বাংলা সাহিত্যের মাধ্যম ছিল কাব্যভাষা। এই কাব্যভাষার কিছু কিছু শব্দ এখনও বিভিন্ন উপভাষায় পাওয়া যায়। কাজেই ধরে নেওয়া যায় কাব্যভাষার সমৃদ্ধিতে উপভাষার অবদান রয়েছে। বাংলা গদ্যভাষার বিকাশে উপভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাব্যভাষার আদলে গদ্য রচনা শুরু হয়ে ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজনে তাকে উপভাষার ছাঁচে পরিবর্তিত হয়ে প্রমিত বাংলার রূপ ধারণ করতে হয়েছে। রবীন্দ্রনাথের পর ক্রমে গদ্যে সরাসরি উপভাষা ব্যবহারের চলও শুরু হয়। তাই উপভাষার গুরুত্বকে তুলে আনতে লেখক ভাষার এই শাখা নিয়ে গবেষণা করার এবং গ্রন্থ রচনার প্রয়াস পেয়েছেন। এই বইটিতে উপভাষা বিষয়ে লেখকের বিশ্লেষণের পাশাপাশি উত্তরবঙ্গের কিছু উপভাষার ওপর গবেষণাভিত্তিক প্রবন্ধ সন্নিবেশিত হয়েছে।
পি. এম. সফিকুল ইসলাম
পি. এম. সফিকুল ইসলাম, জন্ম ১৯৫৮ সালের আগস্ট মাসের ২২ তারিখে, বাংলা ৫ ভাদ্র, ১৩৬৫ বঙ্গাব্দ রাজশাহী জেলার বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামে। বাবা মরহুম ফসির উদ্দিন স্কুলশিক্ষক ও সমাজকর্মী এবং মা আছিয়া বেগম গৃহিণী ছিলেন। স্ত্রী, পুত্র, কন্যাসহ পরিবারের অন্যান্য সদস্যরা সকলেই প্রতিষ্ঠিত এবং রাজশাহীতে কর্মরত। ১৯৮০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে অনার্স (পরীক্ষা ১৯৮১) ও ১৯৮১ সালে এম.এ. (পরীক্ষা ১৯৮৩) পাশ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি তিরিশ বছর অধ্যাপনা করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে ভাষাবিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। থিসিসের শিরোনাম “রাজশাহীর উপভাষা”। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় বাংলা বিভাগের সভাপতি ও ডীনের (১৯৯১-১৯৯৮) দায়িত্ব পালন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন। পি. এম. সফিকুল ইসলাম ভাষাবিজ্ঞানের