- Shop
- জানানা মহফিল
জানানা মহফিল
বাঙালি মুসলমান লেখিকাদের নির্বাচিত রচনা ১৯০৪-১৯৩৮
https://uplbooks.com/shop/9789845063203-11570 https://uplbooks.com/web/image/product.template/11570/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
জানানা মহ্ফিল মুসলমান মেয়েদের অন্তঃপুরের সভা। মেয়েরাই সেখানে সভ্য, মেয়েরাই শিল্পী। বিংশ শতাব্দীর প্রথম তিন-চার দশক ধরে এমনই একটি মহ্ফিল চলেছিল বাঙালি মুসলমান সমাজে। সে সময়কার জানানাবাসীদের মধ্যে দুই বাংলার মানুষ মোটামুটি জানতে পেরেছে বেগম রোকেয়াকে এবং কিছুটা কবি সুফিয়া কামালকে। কিন্তু খায়রন্নেসা, মিসেস এম. রহমান, আখতার মহল সৈয়দা খাতুন বা এম. ফাতেমা খানম তো সবার কাছেই অচেনা। তুলনায় হয়ত বাংলাদেশের মানুষ শামসুননাহার মাহমুদ, ফজিলতুন নেসা, মাহমুদা খাতুন সিদ্দিকা, নূরন্নেসা খাতুন বিদ্যাবিনোদিনী বা সওগাত পত্রিকার নাম কখনও কখনও শুনেছেন। এই প্রথম সেই অশ্রুত নারীকণ্ঠগুলোকে একসঙ্গে করে শোনার এবং শোনাবার চেষ্টা করা হয়েছে এই সংকলনে। জানানা মহ্ফিল-এ বাঙালি মুসলমান নারীজাগরণের ইতিহাসের একটি দিক তুলে ধরা হয়েছে মেয়েদের নিজস্ব লেখার মধ্য দিয়ে। কেবল লেখিকাদের প্রবন্ধ, কবিতা, গল্প, উপন্যাস, চিঠিই নয়, এখানে তাঁদের দৈনন্দিন ও পারিপার্শ্বিকেরও একটি ছবি এঁকেছেন সম্পাদিকারা। তাঁরা খুঁজেছেন সেইসব মানুষদের, ঐ লেখিকাদের জীবনের সঙ্গে যাদের কোনও না কোনও যোগ ছিল, এবং এখনও আছে। এছাড়া, বিংশ শতাব্দীর গোড়ার সময়টিকে প্রত্যক্ষ করেছেন যাঁরা নিজেদের অভিজ্ঞতা বা বিশ্লেষণ দিয়ে, এমন কয়েকজন বিশেষ মানুষও সম্পাদিকাদের সঙ্গে কথোপকথনের সূত্রে এখানে হাজির হয়েছেন। এই সংকলনের বিশেষত্ব তার সম্পাদনায়। বিভক্ত বাংলার দুটি খণ্ডের একটিতে এক সম্পাদিকার বাস, অন্যটিতে অন্যজনের। এঁদের বাস্তবতা ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ভাষাও। একইসঙ্গে এঁরা বন্ধু, সহকর্মী। ফলে, জানানা মহ্ফিল-এর পাতায় এঁদের যৌথতা এবং ভিন্নতা দুইই ধরা পড়েছে।
শাহীন আখতার
শাহীন আখতার গল্প ও উপন্যাস লেখেন। সম্পাদনা করেছেন কিছু গুরুত্বপূর্ণ সাহিত্য-সঙ্কলন। তাঁর দ্বিতীয় উপন্যাস তালাশ প্রথম আলো বর্ষসেরা বই-১৪১০ হিসেবে পুরস্কৃত হয়। বইটির ইংরেজি তর্জমা দ্য সার্চ নামে দিল্লি থেকে যুবান প্রকাশ করে ২০১১ সালে। ২০১৮-তে কোরিয়ান ভাষায় অনূদিত হওয়ার পর এশিয়ান লিটারেরি অ্যাওয়ার্ড-২০২০ অর্জন করে তালাশ। তালাশ বাংলাদেশের বীরাঙ্গনা নারীদের নিয়ে, যাঁরা ১৯৭১ সালে পাকিস্তানি সেনা কর্তৃক ধর্ষিত হয়েছিল। শাহীন ময়ূর সিংহাসন উপন্যাসের জন্য পেয়েছেন আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার ও আইএফআইসি ব্যাংক পুরস্কার-২০১৪। একই বছর ভারতের আনন্দবাজার গ্রুপের টিভি চ্যানেল এবিপি আনন্দ কর্তৃক সাহিত্যে 'সেরা বাঙালি’ সম্মানে ভূষিত হন। তাঁর দেশভাগ নিয়ে লেখা উপন্যাস অসুখী দিন জেমকন সাহিত্য পুরস্কার পায় ২০১৮-তে। বাংলাসাহিত্যে ভূমিকা রাখার স্বীকৃতিসরূপ তিনি পেয়েছেন বাংলা সাহিত্য পুরস্কার-২০১৫। ওয়েস্টল্যান্ড থেকে প্রকাশিত হতে যাচ্ছে তাঁর সখী রঙ্গমালা উপন্যাসের
মৌসুমী ভৌমিক
মৌসুমী ভৌমিক সঙ্গীত শিল্পী, লেখক ও গবেষক। থাকেন মূলত কলকাতায়, কিন্তু কর্মসূত্রে ভারত-বাংলাদেশ-ব্রিটেনের ভিতরে চলাচল করেন, বাংলা এবং ইংরেজি, দুই ভাষাতেই কাজ করেন তিনি। বাংলাদেশের সঙ্গে তার কাজের সম্পর্ক গত তিন দশকের; তিনি তারেক মাসুদ, দিলারা বেগম জলি সহ বিভিন্ন শিল্পী, লেখক ও গবেষকের সঙ্গে নানান কাজে যুক্ত থেকেছেন। মৌসুমী একাধারে সঙ্গীত সংগ্রাহক এবং The Travelling Archive: Field Recordings and Field Notes from Bengal (www.thetravellingarchive.org) অন্তর্জাল আর্কাইভের তিনি অন্যতম নির্মাতা। সম্প্রতি তিনি বাংলায় করা প্রায় শতবর্ষ পুরনো মোমের সিলিন্ডারের রেকর্ডিং-এর ওপর ডক্টরেট শেষ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। মৌসুমী ছোটদের জন্যেও লেখেন এবং অনুবাদ করেন।