মৌসুমী ভৌমিক সঙ্গীত শিল্পী, লেখক ও গবেষক। থাকেন মূলত কলকাতায়, কিন্তু কর্মসূত্রে ভারত-বাংলাদেশ-ব্রিটেনের ভিতরে চলাচল করেন, বাংলা এবং ইংরেজি, দুই ভাষাতেই কাজ করেন তিনি। বাংলাদেশের সঙ্গে তার কাজের সম্পর্ক গত তিন দশকের; তিনি তারেক মাসুদ, দিলারা বেগম জলি সহ বিভিন্ন শিল্পী, লেখক ও গবেষকের সঙ্গে নানান কাজে যুক্ত থেকেছেন। মৌসুমী একাধারে সঙ্গীত সংগ্রাহক এবং The Travelling Archive: Field Recordings and Field Notes from Bengal (www.thetravellingarchive.org) অন্তর্জাল আর্কাইভের তিনি অন্যতম নির্মাতা। সম্প্রতি তিনি বাংলায় করা প্রায় শতবর্ষ পুরনো মোমের সিলিন্ডারের রেকর্ডিং-এর ওপর ডক্টরেট শেষ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। মৌসুমী ছোটদের জন্যেও লেখেন এবং অনুবাদ করেন।