উন্নয়নশীল দেশসমূহের শ্রমবাজারের প্রকৃতি ও কাঠামো উন্নত দেশের তুলনায় ভিন্ন। এই ভিন্নতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বর্তমান গ্রন্থের মূল কাঠামো। এই কাঠামোকে ঘিরে যেসব বিষয় আলোচনায় এসেছে তাদের মধ্যে রয়েছে অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধিতে কর্মসংস্থানের ভূমিকা, দ্বৈত অর্থনীতিতে কর্মসংস্থানের কাঠামোগত পরিবর্তন, অর্থনৈতিক প্রবৃদ্ধি কেন সব ক্ষেত্রে কর্মসংস্থানের জন্য যথেষ্ট নয়, যুবকদের বেকারত্বের হার কেন বেশি, অনানুষ্ঠানিক খাতে কেন বেশি কর্মসংস্থান সৃষ্টি হয় এবং সে ধরনের কাজের বৈশিষ্ট কি, ইত্যাদি। নীতিমালার ক্ষেত্রে একদিকে যেমন সামষ্টিক নীতিমালার আলোচনা রয়েছে, অন্যদিকে বিশ্লেষণ করা হয়েছে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রত্যক্ষ কর্মসূচির ভূমিকা। এসব বিষয় আলোচনায় প্রাসঙ্গিক তত্ত্বের সাথে বিভিন্ন উন্নয়নশীল দেশের অভিজ্ঞতা ব্যবহার করা হয়েছে। আর শেষ অধ্যায়ে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে বাংলাদেশের দিকে।
অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সম্পর্কে উৎসাহী সাধারণ পাঠক, উন্নয়ন কর্মী, নীতি নির্ধারক, গবেষক, এবং ছাত্র-শিক্ষক সকলের কাছেই গ্রন্থটি সমাদৃত হবে বলে আমরা মনে করি।
"রিজওয়ানুল ইসলাম (জন্ম: ১৯৪৯) একজন লব্ধপ্রতিষ্ঠ অর্থনীতিবিদ ও আইএলও'র এমপ্লয়মেন্ট সেক্টরের প্রাক্তন বিশেষ উপদেষ্টা। তিনি আইএলও' র বিভিন্ন বিভাগে পরিচালক পর্যায়ে কর্মরত ছিলেন। অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে।
ড. ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী এবং অর্থনীতিতে নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেনের তত্ত্বাবধানে লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর- সকল স্তরে প্রথম স্থান অর্জন করার বিরল কৃতিত্বের অধিকারী।
ড. ইসলামের গবেষণার বিষয় প্রধানত উন্নয়ন অর্থনীতি। তিনি বিশেষ করে আলোকপাত করেছেন কর্মসংস্থান, দারিদ্র্য ও অর্থনৈতিক সংকটের মত বিষয়গুলিকে। তাঁর রচিত (একক ও যুগ্মভাবে এবং সংকলিত) বইয়ের সংখ্যা ১৪ এবং বিশ্বের প্রথম শ্রেণীর গেবষণামূলক সাময়িকীসমূহে এবং বিভিন্ন গ্রন্থে প্রকাশিত গবেষণামূলক রচনার সংখ্যা ৪৩টি।
তাঁর লিখিত বই উন্নয়নের অর্থনীতি (ইউপিএল), সম্পাদিত