Filters

রিজওয়ানুল ইসলাম (জন্ম: ১৯৪৯) একজন লব্ধপ্রতিষ্ঠ অর্থনীতিবিদ ও আইএলও'র এমপ্লয়মেন্ট সেক্টরের প্রাক্তন বিশেষ উপদেষ্টা। তিনি আইএলও'র বিভিন্ন বিভাগে পরিচালক পর্যায়ে কর্মরত ছিলেন। অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ড. ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং অর্থনীতিতে নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেনের তত্ত্বাবধানে লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. ইসলামের গবেষণার বিষয় প্রধানত উন্নয়ন অর্থনীতি। তিনি বিশেষ করে আলোকপাত করেছেন কর্মসংস্থান, দারিদ্র্য ও অর্থনৈতিক সংকটের মত বিষয়গুলিকে। তাঁর রচিত (একক ও যুগ্মভাবে এবং সংকলিত) বইয়ের সংখ্যা ১৪ এবং বিশ্বের প্রথম শ্রেণীর গবেষণামূলক সাময়িকীসমূহে এবং বিভিন্ন গ্রন্থে প্রকাশিত গবেষণামূলক রচনার সংখ্যা ৪৩টি। তাঁর লিখিত বই উন্নয়নের অর্থনীতি (ইউপিএল), সম্পাদিত অতিসাম্প্রতিক বই ফাইটিং পভার্টি: দি ডেভেলপমেন্ট-এমপ্লয়মেন্ট লিঙ্ক (লিন রেইনার পাবলিশার্স) এবং যুগ্মভাবে সম্পাদিত বই ইস্ট এশিয়ান লেবার মার্কেটস অ্যান্ড দি ইকনমিক ক্রাইসিস: ইমপ্যাক্টস, রেসপনসেস অ্যান্ড লেসনস (ওয়ার্ল্ড ব্যাংক ও আইএলও) সুধি সমাজে অত্যন্ত সমাদৃত হয়েছে। তিনি বাংলাদেশের প্রথম সারির দৈনিক পত্রিকায় অর্থনীতি, কর্মসংস্থান ও শ্রম বাজার বিষয়ে কলাম লেখেন।