- Shop
- রবীন্দ্রনাথ: বিকল্পহীন অবলম্বন
রবীন্দ্রনাথ: বিকল্পহীন অবলম্বন
https://uplbooks.com/shop/9789845062183-11648 https://uplbooks.com/web/image/product.template/11648/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
দেশভাগের পর থেকে এই বাংলায় রবীন্দ্রনাথ এক আলোচিত নাম—কখনও রবীন্দ্রচর্চায় সরকারি বাধার কারণে আর প্রায়ই সরকারি প্রতিক্রিয়ার বিকার ঠেকাতে বাঙালির প্রতিরোধের প্রধান অবলম্বন হিসেবে। এদেশে যাঁরা রবীন্দ্রচর্চায় নিষ্ঠার সাথে কাজ করছেন তাঁদের মধ্যে আবুল মোমেন তাঁর বিশ্লেষণধর্মী প্রজ্ঞাপূর্ণ লেখার জন্যে গুণগ্রাহী পাঠকের কাছে সমাদৃত। রবীন্দ্রনাথকে নিয়ে তাঁর বেশ কয়েকটি বই আছে, এটি দ্বিতীয় প্রবন্ধের বই। এখানে তাঁর লেখায় মুসলিম সমাজে রবীন্দ্রনাথকে গ্রহণে যে দ্বিধা ও দোলাচল তার ব্যাখ্যা মিলবে; সঙ্গীতের সূত্রে নতুন ভাবনার সাথে পরিচয় ঘটবে, বিশ্ব ভ্রামণিক রবীন্দ্রনাথের পরিচয়ে চমকে যাওয়ার অভিজ্ঞতাও হবে। তাঁর শিক্ষাচিন্তার মাধ্যমে রবীন্দ্রসৃষ্ট আনন্দলোকের বারতা পাঠকের কাছেও পৌঁছুবে। আর এ সময়ে রক্তকরবীর প্রাসঙ্গিকতা সচেতন পাঠককে ভাবিয়ে তুলবে। বইটির সমাপ্তি টেনেছেন কেন রবীন্দ্রনাথই বাঙালির বিকল্পহীন অবলম্বন সে ভাবনাটি পাঠকেরও মনে পৌঁছে দিয়ে।
আবুল মোমেন
আবুল মোমেন-এর জন্ম চট্টগ্রামে, ১৯৪৮ সনের ১৮ ডিসেম্বর। পারিবারিকভাবে সাহিত্যের পরিবেশে বড় হয়েছেন। স্কুল ও কলেজ জীবন চট্টগ্রামে, বিশ্ববিদ্যালয় পর্ব ঢাকায়। কবিতা, প্রবন্ধ এবং কলাম লিখেছেন নিয়মিত। সাংবাদিকতার বাইরে তিনি কাজ করে যাচ্ছেন শিক্ষা নিয়ে। এ সূত্রে শিশু-কিশোরদের জন্যে ছড়া-গল্প-নাটক লেখার পাশাপাশি শিশুশিক্ষা নিয়েও প্রচুর লিখেছেন, এবং এখনও লিখছেন। দেশ, সমাজ, শিক্ষা ভাবনার সূত্রে রবীন্দ্রনাথ তাঁর চিন্তাজগতের প্রধান অবলম্বন। তাঁকে নিয়ে লিখেছেন একাধিক বই। মননশীল প্রাবন্ধিক হিসেবে দেশের ও কলকাতার সারস্বতসমাজে সমাদৃত। চট্টগ্রাম, ঢাকা ও কলকাতা থেকে তাঁর দশটির বেশি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। দেশে-বিদেশে বিভিন্ন সেমিনারে অংশ নিয়েছেন, অনেকগুলো স্মারক বক্তৃতাও দিয়েছেন। বাংলা ও বাঙালির কথা গ্রন্থের জন্যে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার ও ২০১৬ সালে প্রবন্ধ সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেছেন।