Filters

আবুল মোমেন-এর জন্ম চট্টগ্রামে, ১৯৪৮ সনের ১৮ ডিসেম্বর। পারিবারিকভাবে সাহিত্যের পরিবেশে বড় হয়েছেন। স্কুল ও কলেজ জীবন চট্টগ্রামে, বিশ্ববিদ্যালয় পর্ব ঢাকায়। কবিতা, প্রবন্ধ এবং কলাম লিখেছেন নিয়মিত। সাংবাদিকতার বাইরে তিনি কাজ করে যাচ্ছেন শিক্ষা নিয়ে। এ সূত্রে শিশু-কিশোরদের জন্যে ছড়া-গল্প-নাটক লেখার পাশাপাশি শিশুশিক্ষা নিয়েও প্রচুর লিখেছেন, এবং এখনও লিখছেন। দেশ, সমাজ, শিক্ষা ভাবনার সূত্রে রবীন্দ্রনাথ তাঁর চিন্তাজগতের প্রধান অবলম্বন। তাঁকে নিয়ে লিখেছেন একাধিক বই। মননশীল প্রাবন্ধিক হিসেবে দেশের ও কলকাতার সারস্বতসমাজে সমাদৃত। চট্টগ্রাম, ঢাকা ও কলকাতা থেকে তাঁর দশটির বেশি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। দেশে-বিদেশে বিভিন্ন সেমিনারে অংশ নিয়েছেন, অনেকগুলো স্মারক বক্তৃতাও দিয়েছেন। বাংলা ও বাঙালির কথা গ্রন্থের জন্যে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার ও ২০১৬ সালে প্রবন্ধ সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেছেন।