রবীন্দ্রনাথ এই বাংলায়
https://uplbooks.com/shop/9789845061646-11620 https://uplbooks.com/web/image/product.template/11620/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
শিলাইদহ-সাজাদপুর-পতিসরে সাময়িক বসবাসকালে গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্যে অভিভুত নাগরিক কবি রবীন্দ্রনাথ জনজীবনের দুস্থ রূপ দেখে বিচলিত বোধ করেন। নয়া পরিবেশ প্রভাবে অন্য এক রবীন্দ্রনাথের জন্ম-একদিকে সাহিত্য সৃষ্টির অভিনবত্বে, অন্যদিকে স্বনির্ভর পল্লী পুনর্গঠনের আন্তরিক তাগিদে। রোমান্টিক ভাববাদিতার পাশাপাশি জীবনবাদী হৃদয়াবেগের প্রকাশ ঘটে দরিদ্র গ্রামীণ জনশ্রেণীর জন্য। এই নান্দনিক ও জীবনবাদী বাঁকফেরার প্রভাব আমৃত্যু চৈতন্যে লালন করেছেন কবি ও সমাজসেবী রবীন্দ্রনাথ। এ ছাড়াও বিভিন্ন সময়ে তিনি তৎকালীন পূর্ববঙ্গের বিভিন্ন শহর যেমন ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, শ্রীহট্ট, চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ সফর করেন। এ উপলক্ষে সেসব স্থানের মানুষের সঙ্গে মতবিনিময় ও চিত্তবিনিময়ও ঘটে, পরিচিত হন তৎকালীন পূর্ববঙ্গের জীবন ও সংস্কৃতির সঙ্গে এবং আন্তরিক শ্রদ্ধাবোধের প্রকাশ ঘটিয়ে। রবীন্দ্রনাথ এই বাংলায় বইটিতে বাংলাদেশের পূর্বোক্ত শহর-গ্রামে রবীন্দ্রনাথের যাপিত সময়ের অভিজ্ঞতা ও উপলব্ধি, তার নান্দিনিক সৃষ্টি ও সমাজ উন্নয়ন তৎপরতার সারাৎসার তুলে ধরা হয়েছে। পাঠক এ ক্ষেত্রে দেখতে পাবেন এমন এক রবীন্দ্রনাথকে যিনি একাধারে রোমান্টিক ও বাস্তববাদী, যার নাগরিক সত্তা প্রাকৃত জীবনের তৃষ্ণা মেটাতে উন্মুখ, প্রকৃতির সান্নিধ্যে যিনি জীবনের নতুন তাৎপর্য খুঁজে পান। পাঠকের সঙ্গে এই রবীন্দ্রনাথের পরিচয় ঘটাতেই রবীন্দ্রনাথ এই বাংলায় বইটি রচিত এবং প্রকাশিত।
আহমদ রফিক
আহমদ রফিক প্রাবন্ধিক, কবি, কলামিস্ট আহমদ রফিক (জন্ম ১৯২৯ খ্রি.) ছাত্রজীবন থেকেই সাহিত্য ও সংস্কৃতি চর্চা এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। একাধিক সাহিত্য ও বিজ্ঞান পত্রিকার সম্পদনা-প্রকাশনার সঙ্গে যুক্ত আহমদ রফিক রবীন্দ্রচর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা-সভাপতি, বাংলা একাডেমীর ফেলো ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জীবন সদস্য এবং একুশে চেতনা পরিষদের সভাপ্তি। তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ: শিল্প সংস্কৃতি জীবন; আরেক কালান্তরে রবীন্দ্রনাথ; রবীন্দ্রভুবনে পতিসর; রবীন্দ্রনাথের চিত্রশিল্প; রবীন্দ্রসাহিত্যের নায়িকারা: দ্রোহে ও সমর্পণে; ভাষা-আন্দোলন: ইতিহাস ও তাৎপর্য; পথ চলতে যা দেখেছি; বিষ্ণু দে: কবি ও কবিতা ইত্যাদি। তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা দশ। তিনি সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমী, অলক্ত, অগ্রণী ব্যাংক সাহিত্যপুরস্কার এবং রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক পেয়েছেন। আর কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছেন 'রবীন্দ্রতত্ত্বাচার্য' সম্মাননা উপাধি।