জীবনানন্দ
https://uplbooks.com/shop/9789840502509-8597 https://uplbooks.com/web/image/product.template/8597/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশ সম্পর্কে গবেষকদের অনুসন্ধিৎসায় কখনও ভাটা পড়েনি। তিনি ক্রমাগতভাবে নব নব রূপে আবিষ্কৃত হয়ে চলেছেন। জীবনানন্দের কবিতা সম্পর্কে কিছু প্রগাঢ় উপলব্ধিকে অবলম্বন করে জীবনানন্দ বইটির অবয়ব গড়ে উঠেছে। বক্ষ্যমাণ প্রবন্ধগুলোতে একটি পরম্পরা লক্ষ্য করা যায়, যেখানে নতুন করে প্রতিভাত হয়েছে কবির জীবন ও জগৎ, বিচ্ছিন্নতাবোধ, মৃত্যুভাবনা ও সৃষ্টিশীলতা। কবির বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’, ‘মৃত্যুর আগে’ বিশেষভাবে আলোচিত হয়েছে। বনলতা সেন ব্যতীত তাঁর কবিতার আরো দশজন নায়িকার উপর বিশ্লেষণাত্মক আলোচনা রয়েছে বইটিতে। এছাড়া জীবনানন্দ দাশের অনেকগুলো কবিতার অনুবাদ সংযোজন, অনুবাদের সঙ্গে মূলের এবং অনুবাদের সঙ্গে অনুবাদের তুলনামূলক পর্যালোচনা বইটিকে একটি বিশেষ মাত্রা দান করেছে। আমাদের বিচারে জীবনানন্দ দাশ সম্পর্কিত গবেষণায় এই বইটি উল্লেখযোগ্য সংযোজন হিসাবে পাঠকের বহুবিধ অনুসন্ধিৎসা ও দাবী মেটাতে সক্ষম হবে।
আবু তাহের মজুমদার
মোঃ আবু তাহের মজুমদার (জন্ম: ১৯৪০) প্রধানত একজন শিক্ষাবিদ, গবেষক, প্রবন্ধকার, অনুবাদক এবং সমালোচক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে বি.এ. অনার্স (১৯৬০) এবং এম.এ. (১৯৬২) ডিগ্রি এবং ১৯৭২ সালে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকেও গবেষণার মাধ্যমে এম.এ. ডিগ্রি অর্জন করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে কমন্ওয়েলথ্ একাডেমিক স্টাফ ফেলো হিসেবে (১৯৭৮-৭৯) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অন্তর্গত জ্যাকসনভিলে অবস্থিত ইউনিভার্সিটি অব নর্থ ফ্লোরিডায় সিনিয়র ফুলব্রাইট রিসার্চ ফেলো হিসেবে (১৯৯০-৯১) গবেষণা করেছেন। বিভিন্ন বেসরকারী এবং সরকারী কলেজে শিক্ষকতার পর ১৯৭৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করে ১৯৮৫ সাল থেকে আজ অবধি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।