- Shop
- Academic & Non-fiction
- শতবর্ষে ইতিহাস বিভাগ
শতবর্ষে ইতিহাস বিভাগ
অতীতের আলোয় বর্তমান ও ভবিষ্যত
https://uplbooks.com/shop/4789843526274-13861 https://uplbooks.com/web/image/product.template/13861/image_1920?unique=b463308
Language: Bangla |
Book Info
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পূর্ববাংলার জন-মানুষের জন্যে ছিল এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহুর্ত যা উত্তরকালের ইতিহাসের গতিপথ অনেকটাই বদলে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন স্বল্প সংখ্যক বিভাগের একটি ছিল ইতিহাস বিভাগ। কালের পরিক্রমায় উভয়েই পূর্ণ করেছে তাদের শতবার্ষিক অভিযাত্রা। এই সুবর্ণ মুহূর্তটির স্মারক হিসেবে ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত হলো শতবর্ষে ইতিহাস বিভাগ: অতীতের আলোয় বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক গ্রন্থটি যেখানে বিভাগের শতবছরব্যাপী বিবর্তন, বর্তমানের চালচিত্র ও ভবিষ্যতের একটি সম্ভাব্য রূপরেখা উপস্থাপন করা হয়েছে। এতে সুবিন্যস্ত পরিসরে গভীর অনুধ্যায়ী গবেষণার মাধ্যমে বিভাগের একাডেমিক কার্যক্রমের বিশ্লেষণের পাশাপাশি এ অঞ্চলের রাজনৈতিক-অর্থনীতি (Political Economy) তথা সামগ্রিক জীবনধারায় বিভাগের অবদানসহ এর নারী শিক্ষার্থীর যাত্রাপথ, সহশিক্ষাক্রমিক কার্যক্রম ও অ্যালামনাইদের সম্পর্কেও আলোকপাত করা হয়েছে। ঐতিহাসিক বিবরণীর সাথে ক্ষেত্রবিশেষে অন্তর্ভুক্ত করা হয়েছে কিছু সুপারিশমালা যা বিভাগের ভবিষ্যৎ কার্যধারা নির্ধারণে রাখতে পারে সহায়ক ভূমিকা। গ্রন্থটি সর্বমোট ১১টি অধ্যায়ে বিভক্ত যেখানে লিখেছেন পনেরোজন বর্তমান শিক্ষক এবং বিভাগের পাঁচজন অ্যালামনাস। অধ্যায়গুলোকে থিম অনুযায়ী তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হল- প্রথম ভাগ: পরিচিতি ও জাতি গঠনে ইতিহাস বিভাগ: দ্বিতীয় ভাগ। পাঠক্রম ও গবেষণা; তৃতীয় ভাগে রয়েছে বৃহত্তর ভুবন: সহশিক্ষাক্রমিক কার্যক্রম ও অ্যালামনাইদের কার্যক্রম। পরিশিষ্টে সংযুক্ত করা হয়েছে বিশিষ্ট ইডিহাসবিদ ও গবেষকদের সাক্ষাৎকার, বিভাগে সম্পন্ন এমফিল ও পিএইচডির তালিকা, ইতিহাস বিভাগে বিভিন্ন সময়ে ও উপলক্ষে প্রদত্ত গুণীজনদের বক্তৃতার তালিকা, বিভাগের সভাপতি, বঙ্গবন্ধু অধ্যাপক, শিক্ষকমণ্ডলি, কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য, ইতিহাস বিভাগ কর্তৃক পরিচালিত বৃত্তি ও ফান্ডসমূহের তালিকা এবং আছে অধিভুক্ত সরকারি সাত কলেজের কথাও। আশা করা যায়, ইতিহাস বিভাগের শতবর্ষব্যাপী বিবর্তনের ইতিহাস ও ভবিষ্যৎ ভাবনা লিপিবদ্ধ করার এই প্রয়াস বিশেষজ্ঞ মহল ও সাধারণ পাঠকের প্রত্যাশা কিছুটা হলেও মেটাতে সক্ষম হবে। আগ্রহী পাঠক এখানে অতীতের ইতিহাস, বর্তমানের ইতিহাস, এমনকি ভবিষ্যতের ইতিহাস (History of Future)-এর দিকচিহ্নও খুঁজে পেতে পারেন।
আশফাক হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশফাক হোসেন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে 'ঔপনিবেশিক বিশ্বায়ন' বিষয়ে পিএইচডি করেছেন। যুক্তরাজ্য থেকে প্রকাশিত স্টাডিজ ইন পোস্ট কালচার কনফ্লিক্ট জার্নালে, Modern Asian Studies এ এবং London School of Economics থেকে প্রকাশিত Journal of Global History তে তাঁর প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা আট; গবেষণা প্রবন্ধের সংখ্যা শতাধিক। ২০২২ সালে তাঁর লেখা গ্রন্থ Colonial Globalization and Its Effects on South Asia: Eastern Bengal, Sylhet, and Assam, 1874-1971 বিশ্বখ্যাত Routledge/Taylor & Francis Group কর্তৃক লন্ডন ও নিউ ইয়র্ক থেকে একযোগে প্রকাশিত হয়েছে। গবেষণার স্বীকৃতি স্বরূপ তিনি ইউজিসি এর রাষ্ট্রপতি স্বর্ণপদক (২০১৫) ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদত্ত বিচারপতি ইব্রাহীম স্বর্ণপদক লাভ করেন। অধ্যাপক হোসেন ২০১৬-২০২০ সময়কালে ডেপুটেশনে (মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন।
আশা ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশা ইসলামের গবেষণার ক্ষেত্র নারীর ইতিহাস। একাডেমিক জার্নালসমূহে নারীশিক্ষা বিষয়ে প্রবন্ধ প্রকাশ ছাড়াও যে বইসমূহে নারী এবং শিক্ষা বিষয়ে চ্যাপ্টার লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, দিল্লি থেকে প্রকাশিত, এভ্রিল পাওয়েল ও শিভন ল্যামবার্ট-হারলি সম্পাদিত Rhetoric and Reality: The Colonial Experience (2006); পলগ্রেভ ম্যাকমিলান প্রকাশিত ও মেরি ও-দাউদ ও জুন পারভিস সম্পাদিত A History of the Girl: Formation, Education and Identity (2018)। তিনি International Federation for Research in Women's History এর বাংলাদেশ চ্যাপ্টার এর সম্পাদক এবং বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক। অধ্যাপক আশা ইসলাম বাংলাদেশ ইতিহাস সমিতির ইংরেজি ও বাংলা জার্নাল এবং বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকান স্টাডিজ জার্নালের সম্পাদক।