- Shop
- Science & Nature
- এক চিমটি হাসি
এক চিমটি হাসি
https://uplbooks.com/shop/22338 https://uplbooks.com/web/image/product.template/22338/image_1920?unique=f16d4e7
Book Info
হিমেল বরকতের ‘এক চিমটি হাসি: একালের রূপকথা’ গল্পগুলো পড়তে পড়তে পাঠকের মুখে কখনো ফুটে উঠবে মুচকি হাসি, কখনো কখনো তা অট্টহাাসিতেও রূপ নিতে পারে। কখনো রূদ্ধশ্বাস অপেক্ষা, কখনো মিলবে রোমাঞ্চের ছোঁয়া। সবগুলো গল্পই শেষপর্যন্ত কোনো না কোনো গভীর বোধ পাঠকের মনে তৈরি করবে। বইটি রূপকথার। রূপকথা, কারণ এখানে পশুপাখিরা মানুষের ভাষায় কথা বলে, তাদের হাস্যকর সব কাজকর্মেও আছে মানুষেরই জীবনের ছাপ। আছে যাদুকরী আয়না, আছে এমন কান ঢাকা টুপি যা পরলে অন্যের কথা আর বোঝা যাবে না। ভূতদের অদ্ভূতুড়ে কাণ্ডকারখানার গল্প যেমন মিলবে, তেমনি দেখা মিলবে খামখেয়ালি রাজা আর উচিত কথা বলা প্রজার সাথেও। কল্পনার এমন উদ্দাম ছোটাছুটি তো রূপকথাতেই মেলে। কিন্তু সেকালের রূপকথা নয়, ‘এক চিমটি হাসি’ একেবারে একালের! এখানে হাজির তাই চারপাশের চেনা সব চরিত্র, চেনা সব ঘটনা। সবগুলো কাহিনী কাল্পনিক, কিন্তু আজগুবি নয় এক বর্ণও। গল্পগুলো অরণ্য ও প্রকৃতিকে ভালোবাসতে শেখাবে, শেখাবে অন্যের মতামতকে শ্রদ্ধা করতে। ভুল ধরিয়ে দেয়া মানুষটি যে আসলে বন্ধু, জোর করে অন্যের ওপর সব কিছু চাপিয়ে দিলে যে পরিণাম ভালো হয় না, এমনি জরুরি সব ইঙ্গিতই মজার ছলে হিমেল বরকত বলে গিয়েছেন। রূপকথার আবেদন চিরকালের, কিন্তু সব কালেই নতুন নতুন রূপকথা লেখা হচ্ছে। রূপকথার আসল আনন্দটা এইখানেই। সময় ছাপানো কিছু বার্তা পাঠককে দেয় বলেই রূপকথার কাছে সব বয়েসী মানুষ বারবার ফিরে আসে। কোনো রূপকথার বয়স হাজার হাজার বছর, কোনটি সদ্যমাত্র লেখা হলো আজকের হাসি-কান্না-ঠাট্টায়। হিমেল বরকতের প্রয়াণের পর প্রকাশ পাওয়া ‘এক চিমটি হাসি’ রূপকথার জগতের তারা ভরা আকাশে যেনো আরেকটা ঝকমকে নক্ষত্রের জন্ম দিলো।
হিমেল বরকত
হিমেল বরকত প্রধানত কবি ও গবেষক। কবিতার পাশাপাশি লিখেছেন গান ও প্রবন্ধ। গুরুত্বপূর্ণ কিছু গবেষণাও তিনি সম্পন্ন করেছেন। অকাল প্রয়াত এই কবি ও গবেষক যুক্ত হয়েছিলেন শিশু-কিশোর সাহিত্য রচনায়। শিশুদের জন্য লিখেছেন ছড়া, গল্প, নাটক, প্রবন্ধ প্রভৃতি। মৌলিক ও সম্পাদিত গ্রন্থসহ তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭। তাঁর জন্ম ও বেড়ে ওঠা বাগেরহাট জেলার মোংলা থানার মিঠেখালি গ্রামে। জন্মেছেন ২৭ জুলাই ১৯৭৭ সালে। পড়াশোনা করেছেন মোংলার সেন্ট পলস হাই স্কুল, ঢাকার নটরডেম কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। পেশাগত জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। চিন্তার মৌলিকত্ব ও সৃষ্টিশীলতার সমন্বয়ে বাংলাদেশের সাহিত্যে তাঁর বিশিষ্ট স্থান গড়ে তুলেছিলেন তিনি। অপ্রত্যাশিতভাবে ২০২০ সালের ২২ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন হিমেল বরকত।