- Shop
- ফিলিস্তিন
ফিলিস্তিন
একুশ শতকের উপনিবেশের ইতিহাস
Book Info
আধুনিক দুনিয়ার সবচাইতে নির্মম উপনিবেশের নাম ফিলিস্তিন। বর্তমান গ্রন্থে ফিলিস্তিনের ইতিহাস খুঁড়ে লেখক বর্তমান সংকটের উৎস সন্ধান করেছেন। ফিলিস্তিন নিয়ে অজস্র ‘খবর’ চারদিকে থাকলেও ফিলিস্তিন সঙ্কটের স্বরূপটিই আসলে বিশ্বব্যাপী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সবচাইতে চাপা পড়ে যাওয়া বিষয়। এই গ্রন্থটি সেই অভাব অসনেকখানি দূর করবে; পাঠককে শুধু ফিলিস্তিন বিষয়ে একটা বুদ্ধিবৃত্তিক শক্ত জমিনই দেবে না, বইটি পাঠে পাঠক যে কোন নতুন অগ্রগতিকেও পাঠ করতে পারবে নৈব্যক্তিকভাবে। আমাদের অজ্ঞাত কিংবা স্বল্পজ্ঞাত বহু আলোড়নের ফল আজকের ফিলিস্তিন সঙ্কট। জনপ্রিয় সূত্রগুলোতে কয়েকহাজার বছর আগে ইহুদি জনগোষ্ঠীকে উৎখাতকে যার সূচনা হিসেবে দেখানো হলেও আসলে তার উৎস আধুনিক ইউরোপে। ফরাসী সম্রাট নেপোলিয়নের ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার তৎপরতার ইতিহাস আমাদের জানিয়ে দেয়, ইউরোপে ইহুদীদের নিয়ে সংকটটি শুধু হিটলারের সাথেও সম্পর্কিত নয়। ইউরোপীয় রাষ্ট্রগুলো ইহুদী বাসিন্দাদের অধিকারের প্রশ্নটিকে সাংস্কৃতিক-রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মোকাবেলা না করে কিভাবে এই জনগোষ্ঠীকে পৃথিবীর অন্য কোথাও চাপিয়ে দিয়ে দায়মুক্ত হতে চেয়েছে, সেই ইতিহাসও প্রসঙ্গক্রমে এই গ্রন্থে আলোচিত হয়েছে। ফিলিস্তিন: একুশ শতকের উপনিবেশের ইতিহাস বইটির কেন্দ্রীয় অংশ ফিলিস্তিনে দখলদারিত্বের এবং তার বিরুদ্ধে এই জনগোষ্ঠীর সংগ্রামের ইতিহাস। কয়েক হাজার বছরের ঐতিহ্যবাহী ফিলিস্তিন জনগোষ্ঠীকে নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করার মহাবিপর্যকর ‘নাকবা’ থেকে শুরু করে গাজা ভূখণ্ডে হামাসের প্রতিরোধ যুদ্ধ পর্যন্ত গুরুত্বপূর্ণ সকল ঘটনার বিবরণ যেমন পাঠক এখানে পাবেন, তেমনি মিলবে ফিলিস্তিনের সংগ্রাম পৃথিবীর দর্শন, রাজনীতি, অর্থনীতি ও মনোবিজ্ঞানের মানচিত্র কতটা বদলে দিয়েছে, তার হদিসও। জায়নবাদের ভাবাদর্শিক শক্তির উৎস কী? মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন ‘ইজরায়েলের উকিল’ বলে ডাকা হয়? নদী থেকে সমুদ্র পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন স্লোগান কি ইহুদি নিধনের ডাক নাকি সাম্য ও মানবিক মর্যাদার সাথে সহাবস্থানের প্রস্তাব? ‘ফিলিস্তিন প্রশ্ন’ পাশ্চাত্য দর্শনের বহুল প্রশংসিত স্বাধীনতা ও উদারতার সীমা উন্মোচন করেছে। অজস্র প্রতিকূলতার নিচে চাপা পরে থেকেও ফিলিস্তিনিদের অদম্য প্রাণশক্তির উৎস কী সেই প্রশ্নের উত্তরের অনেকটাই মিলবে এই গ্রন্থটিতে।
সারোয়ার তুষার
সারোয়ার তুষার লেখক, সংগঠক ও রাজনৈতিক বিশ্লেষক। জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। বুদ্ধিবৃত্তিক নানা তৎপরতার সাথে যুক্ত। আগ্রহের বিষয় রাষ্ট্র, ক্ষমতা, সহিংসতা, সংবিধান, সেক্যুলারিজম, ধর্ম ও ধর্মতত্ত্ব, ইতিহাস, দর্শন, বিউপনিবেশায়ন, তত্ত্ব, প্ল্যানেটারি সায়েন্স, সমাজ-সম্পর্ক, ভূরাজনীতি। প্রকাশিত বই: চিন্তার অর্কেস্ট্রা: পাঁচ বিশিষ্ট চিন্তকের সাথে আলাপচারিতা (২০২৩); সাম্প্রদায়িকতা: ক্ষমতা ও রাজনৈতিকতা (সহ-লেখক: সহুল আহমদ, ২০২৩); মারণ-রাজনীতি: রাষ্ট্র, ক্ষমতা ও সহিংসতার বয়ান (সহ-লেখক: সহুল আহমদ, ২০২৪); সময়ের ব্যবচ্ছেদ (সহ-লেখক: সহুল আহমদ, ২০১৯)। প্রকাশিতব্য বই: গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: অন্তর্বতী দশা; চিন্তার তর্জমা; বুদ্ধিবৃত্তির বর্তমান বিন্যাস ইত্যাদি।