Filters

খুশবন্ত সিং একজন বর্ণাঢ্য ব্যক্তিত্বের অধিকারী খ্যাতিমান লেখক, কলামিস্ট ও সাংবাদিক। জন্ম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাদালী-তে ১৯১৫ সালে। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস - বহুবিধ বিষয়ে তিনি বই রচনা করেছেন। ট্রেন টু পাকিস্তান উপন্যাসের জন্য তিনি ১৯৫৩ সালে গ্রোভ প্রেস এ্যাওয়ার্ড পান। ১৯৭৪ সালে ভারতের রাষ্ট্রপতি তাঁকে 'পদ্মভূষণ' সম্মানে ভূষিত করেন। ১৯৮০-৮৬ সালে তিনি ভারতীয় লোকসভার সদস্য ছিলেন।