Filters

আবদুল মওদুদ

আবদুল মওদুদ (১৯০৮-১৯৭০)। লেখক ও বিচারপতি। সুবক্তা ও মননশীল লেখক হিসেবে খ্যাত। উল্লেখযোগ্য গ্রন্থ: প্রবন্ধ ও জীবনী ইসলাম ইউরোপকে যা শিখিয়েছে (১৯৪৭); কামেল নবী (১৯৪৯); মুসলিম মনীষা (১৯৫৫); শাহ আবদুল লতিফ ভেটাই (১৯৬৪); হজরত ওমর (১৯৬৭); মধ্যবিত্তের ক্রমবিকাশ: সংস্কৃতির রূপান্তর (১৯৬৯)। অনুবাদ – ভারতীয় মুসলমান (১৯৪৬); পৃথিবী ও পাশ্চাত্যজগৎ (১৯৬৪)। ছোটগল্প—ক্রিমিনাল (১৯৬৮)।