- Shop
- Young Adult Non-fiction
- বিজ্ঞানের রাজ্যে কার্যকারণ
বিজ্ঞানের রাজ্যে কার্যকারণ
https://uplbooks.com/shop/9847022010102-11591 https://uplbooks.com/web/image/product.template/11591/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
জন্মের পর থেকেই শিশু অপার বিস্ময়ে দেখে তার চারপাশের জগৎ। সে সবকিছু জানতে চায়, বুঝতে চায়। প্রশ্নের পর প্রশ্ন। মা-বাবা, ভাই-বোন অস্থির হয়ে ওঠেন। কিন্তু শিশুদের প্রতিটি প্রশ্ন ধৈর্য ধরে শোনা ও তাকে সবকিছু বুঝিয়ে বলা অভিভাবকদের অন্যতম কর্তব্য। মেধা বিকাশের এটা অন্যতম উপায়। শিশুরা সাধারণত সেসব প্রশ্নই করে যা তারা চারপাশে নিত্যদিন ঘটতে দেখে। ফ্রিজ এ খাবার ভাল থাকে কেন, দুপুরে খাওয়ার পর কেন ঘুম পায়, সব চাকা কেন গোল, মাছ কি পানি খায়- এই সব এবং আরও অদ্ভুত সব প্রশ্ন। বড়দের কাছে মনে হয় এসবের আবার কারণ কি? কিন্তু শিশুদের কাছে এসব প্রশ্নের উত্তর জরুরি হয়ে ওঠে। আমরা যারা মনে করি সবকিছু জানি, শিশুদের এসব প্রশ্ন শুনলে বুঝতে পারি আসলে আমরা কত কম জানি। তাই আমাদের সন্তানেরা যেন এই কম জানার বিড়ম্বনায় না পড়ে, সেজন্য যতটা সম্ভব তাদের জানার আগ্রহ সৃষ্টি ও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানার ব্যবস্থা করার প্রতি আমাদের যত্নবান হতে হবে।
আব্দুল কাইয়ুম
আব্দুল কাইয়ুম ছিলেন ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহী। বইয়ের জগতে শৈশব ও কৈশোর কেটেছে। আগাগোড়া মেধাবী ছাত্র। বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতেন, যদিও বাস্তব জীবনে সেটা আর হয়ে ওঠেনি, হয়েছেন সাংবাদিক। কিন্তু তাতে কিছু যায়-আসে না। বিজ্ঞানের বিষয় নিয়ে পড়াশোনা তাঁর আজও অব্যাহত। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৫ সালে এসএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। ঢাকা কলেজে পড়ার সময় একঝাঁক মেধাবী শিক্ষার্থীর সঙ্গে আইয়ুববিরোধী আন্দোলনের কর্মী হয়ে ওঠেন। যোগ দেন মুক্তিযুদ্ধে। দেশ ও দেশের মানুষের জন্য বাম রাজনীতিতে যুক্ত ছিলেন। ছাত্রজীবন থেকেই লেখালেখির চর্চা। একটি ছাত্রসংগঠনের মুখপত্র সাপ্তাহিক জয়ধ্বনির সম্পাদক ছিলেন। পরে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা। নিয়মিত রাজনৈতিক কলাম লেখার পাশাপাশি অবিরাম লিখে চলেছেন বিজ্ঞানের নানা টুকিটাকি; কোনটা কেন ঘটে, কী তার বৈজ্ঞানিক ব্যাখ্যা