- Shop
- সংসদে যা বলেছি
সংসদে যা বলেছি
https://uplbooks.com/shop/9840502786-10729 https://uplbooks.com/web/image/product.template/10729/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
মওদুদ আহমদের সংসদে দেয়া বক্তৃতার নির্বাচিত এই সংকলনে বাংলাদেশের অর্থনীতির প্রসার ও বিকাশ, ভূমি সংস্কার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, গণতন্ত্রে উত্তরণে সাংবিধানিক সংকট, ধোলাইখাল কনসেপ্ট, রাষ্ট্রধর্ম, পার্বত্য চট্টগ্রাম সমস্যা এবং ঔষধনীতির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক নীতি-নির্দেশনায় ও সামাজিক উন্নয়নে যে বিবর্তন ঘটেছে তার একটি ধারাবাহিক চিত্র খুঁজে পাওয়া যাবে। এছাড়াও এতে পাওয়া যাবে সুশাসন, সুবিচার, আইন-শৃক্মখলা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, বাংলাদেশের ভাবমূর্তি, হরতাল কালচার, নারীর ক্ষমতায়ন, দেশের অর্জন, সংসদের কার্যকারিতা, বিরোধী দলের ভূমিকাসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুর উপর আলোচনা। সর্বোপরি আরো পাওয়া যাবে দেশের বিচার ব্যবস্থাকে গতিশীল ও যুগোপযোগী করার জন্য কিছু সংস্কারমূলক আইন প্রবর্তনের প্রেক্ষাপট ও এতদ্সম্পর্কে আইনমন্ত্রী হিসেবে লেখকের দেয়া ব্যাখ্যা। ঋজু অথচ তীক্ষ্ণ বক্তব্য, যুক্তিজালের বিস্তার, বাক্যচয়ন, উপস্থাপনা শৈলী, আঘাতে প্রতিঘাত, কৌতুক, ইত্যাদির সংমিশ্রণে এই বক্তৃতাগুলি পাঠকের কাছে অবশ্যই চিত্তাকর্ষক হবে বলে আশা করা যায়। আমাদের দেশে সংসদীয় রাজনীতি, পদ্ধতি ও চর্চার ক্রমবিকাশ ও ক্রমোত্তরণের ক্ষেত্রেও এই সংকলনটি একটি বিশেষ প্রকাশনারূপে আদৃত হবার দাবী রাখে।
মওদুদ আহমদ
মওদুদ আহমদ (১৯৪০-২০২১), ব্যারিস্টার, সাবেক সাংসদ, প্রাক্তন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। একজন দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে তার খ্যাতি রয়েছে। বাংলাদেশের সমকালীন রাজনীতিতে তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন দীর্ঘদিন থেকেই। সেই সঙ্গে একজন ব্যতিক্রমী রাজনীতিক হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে নিয়মিত লেখালেখি করে এসেছেন। জনাব আহমদ জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় (১৯৭৬, ১৯৮০, ১৯৯৬, ২০০৯ ও ২০১০), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (১৯৮১, ১৯৯৮, ২০১১ ও ২০১২) সমূহের ফেলো। তিনি দি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের (১৯৯৭) ইলিয়ট স্কুলে একজন ভিজিটিং প্রফেসর হিসেবেও অধ্যাপনা করেছেন। ইংরেজী ও বাংলা ভাষায় তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি।