- Shop
- Literary Collections
- ইউপিএল সাহিত্য সংগ্রহ ২০০৩
ইউপিএল সাহিত্য সংগ্রহ ২০০৩
https://uplbooks.com/shop/9840502778-10723 https://uplbooks.com/web/image/product.template/10723/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
এই বার্ষিক সাহিত্য সংকলনটি পূর্বের ধারাবাহিকতার অংশ। এর পূর্ববর্তী প্রকাশনা হিসাবে গত বছর ইউপিএল সাহিত্য সংগ্রহ ২০০২ প্রকাশিত হয়েছে। তারও পূর্বে ১৯৯৯ সাল থেকে ইউপিএল নির্বাচিত বাংলাদেশের কবিতা, ইউপিএল নির্বাচিত বাংলাদেশের ছোটগল্প, ইউপিএল নির্বাচিত বাংলাদেশের প্রবন্ধ নামে তিনখণ্ডে এই সংকলনটি প্রকাশিত হয়ে আসছিল। এবারের এই সংকলনটিতে ২০০৩ সালের বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকা, সাময়িকী, লিটল ম্যাগাজিন, অনিয়মিত সংকলনে প্রকাশিত রচনা থেকে একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ১৩টি প্রবন্ধ, ২০টি ছোটগল্প ও ৭৭টি কবিতা সংকলিত হয়েছে। এ কথা সর্বজনবিদিত যে, বাংলাদেশের সাহিত্যের অগ্রগতি ও স্বীকৃতি এখন দেশের সীমানা পেরিয়ে বৃহত্তর পরিমণ্ডলে সমাদৃত। সৃজনশীলতা ও মননশীলতা বাংলাদেশের সাহিত্য সম্ভারকে প্রতিনিয়ত পুষ্ট করে চলেছে। সাহিত্যে আমাদের সামগ্রিক অর্জন মূল্যায়নের জন্য সাহিত্য সংকলনের মতো ধারাবাহিক যে প্রকাশনা থাকা দরকার সেই অভাববোধ থেকেই ইউপিএল সাহিত্য সংগ্রহ বর্ষভিত্তিতে প্রকাশের এই উদ্যোগ গ্রহণ করা হয়। আমাদের বিশ্বাস, সুধীজন কর্তৃক ইতোমধ্যেই সমাদৃত এই সংকলনে বাংলাদেশের সাহিত্যচর্চায় প্রতিফলিত সৃজনশীলতা ও মননশীলতার পাশাপাশি চলমান সাহিত্যের সমসাময়িক একটি রেখাচিত্রও পাওয়া যাবে।
মহিউদ্দিন আহমেদ
মহিউদ্দিন আহমেদ (জ. ১৯৪৪) সংবাদপত্রে সাংবাদিকতার মাধ্যমে তাঁর পেশাগত জীবন শুরু করেন। তিনি প্রায় ৪ বছর লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে অধ্যাপনা করেন। পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের পাকিস্তান শাখায় সম্পাদক হিসেবে যোগ দেন। এ সময় তাঁর প্রকাশনার নানাবিধ বিষয়ে ব্যাপক পেশাগত প্রশিক্ষণ লাভের সুযোগ হয়। তিনি স্বাধীনতার পর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, বাংলাদেশ-এর প্রধান নির্বাহী নিযুক্ত হন। তিনি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-এর প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত তার প্রকাশক ও ব্যবস্থাপনা পরিচালকরূপে কর্মরত আছেন। তাঁর রচিত গ্রন্থের সংখ্যা দুই। তিনি দেশে ও বিদেশে পুস্তক প্রকাশনা বিষয়ে নিয়মিত লেখালেখি করে আসছেন। দেশের বিভিন্ন পত্রপত্রিকায় উন্নয়ন বিষয়েও তাঁর রচিত নিবন্ধ প্রায়শ প্রকাশিত হয়। পুস্তক প্রকাশনায় বিরল অবদান রাখার জন্য তিনি ১৯৯১ সালে জাতীয় গ্রন্থকেন্দ্র স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।