সেরা সুন্দরম্
https://uplbooks.com/shop/9840502700-10722 https://uplbooks.com/web/image/product.template/10722/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম সম্পাদিত শিল্প-সাহিত্য-সংস্কৃতি-ঐতিহ্য বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা সুন্দরম্ প্রায় দেড় দশক ধরে নিয়মিত প্রকাশিত হয়েছে। পত্রিকাটি ছিল প্রবন্ধ-আলোচনা নির্ভর। দেড় দশকে প্রায় হাজারখানেকের কাছাকাছি লেখা ঐ পত্রিকাটিতে প্রকাশিত হয়েছিল। প্রকাশিত প্রবন্ধসমূহে দেশকালের প্রেক্ষিতে বিচিত্র ও তাবৎ অনুসন্ধিৎসার উপর আলোকপাতের প্রয়াস দেখা গেছে। ফলে সমকালের মানসভুবন এই পত্রিকায় চমৎকারভাবে বিধৃত। পত্রিকায় প্রকাশিত প্রভূত সংখ্যক লেখা থেকে প্রাসঙ্গিক বিষয়ভিত্তিক বাছাই করে নেয়া ষোলটি নিবন্ধের সংকলন বর্তমান গ্রন্থ সেরা সুন্দরম্। এই সংকলনের বলয়-আধারে রয়েছে ভূখণ্ড বাংলাদেশ; জন-জাতি বাঙালী থেকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ; এবং রয়েছে নানা শাখায় শিল্পিত সৃজনের স্বর্ণফসল-পরিচিতি।
মুস্তাফা নূরউল ইসলাম
মুস্তাফা নূরউল ইসলাম (জ. ১৯২৭) বাংলা ভাষা ও সহিত্যের একজন যশস্বী অধ্যাপক, মননশীল প্রাবন্ধিক এবং এদেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অতিপরিচিত ব্যক্তিত্ব। অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি অভিষিক্ত হয়েছেন জাতীয় একুশে পদক (১৯৮১) ও বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায়। তাঁর প্রকাশিত গবেষণা ও সংকলিত গ্রন্থের সংখ্যা দেড় ডজনের কাছাকাছি।