- Shop
- Language, Life & Literature
- আবেদালির মৃত্যুর পর
আবেদালির মৃত্যুর পর
https://uplbooks.com/shop/9840502697-10718 https://uplbooks.com/web/image/product.template/10718/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
জগতের সমস্ত ঘটনা ও সম্পর্কের মূলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। এটাই গল্পকার মশিউল আলমের প্রধান বিষয়। এর আগে, দ্বিতীয় গল্পগ্রন্থ মাংসের কারবার-এ তিনি এঁকেছিলেন এক বিভীষিকাময় সংসারের ছবি, যে বিভীষিকায় নিমজ্জিত আজকের বাংলাদেশ। বর্তমান গ্রন্থের গল্পগুলো যেন বলতে চায় মশিউল আলম বিভীষিকার জগৎ থেকে বেরোতে চাইছেন। ১০টি গল্প নিয়ে আবেদালির মৃত্যুর পর লেখকের তৃতীয় গল্পগ্রন্থ। এই গল্পগুলো পাঠে মশিউল আলমের মনযোগী পাঠক টের পাবেন জীবন-ভাবনায়, গল্পনির্মাণে ও ভাষা ব্যবহারে লেখক আরো পরিশীলিত, আরো পরিপক্ক হয়ে উঠেছেন।
মশিউল আলম
মশিউল আলমের লেখালিখির শুরু ৮০ দশকের মাঝামাঝি গল্প লেখা দিয়ে। ১৯৯৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্পগ্রন্থ রূপালি রুই ও অন্যান্য গল্প। প্রথম প্রকাশিত উপন্যাস আমি শুধু মেয়েটিকে বাঁচাতে চেয়েছি বেরিয়েছে ১৯৯৯ সালে। এটির কাহিনী অবলম্বনে 'পলায়নপর্ব' নামে নির্মিত হয়েছে ধারাবাহিক টিভিনাটক। ২০০২ সালে প্রকাশিত তাঁর দ্বিতীয় গল্পগ্রন্থ মাংসের কারবার দেশের গল্পপাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত মশিউল আলমের একটি বহুল আলোচিত উপন্যাস। ২০০৯ ও প্রিসিলা নামে দুটি সামাজিক ফ্যান্টাসি উপন্যাসও তিনি লিখেছেন। মূল রুশ থেকে অনুবাদ করেছেন ফিওদর দস্তইয়েফস্কির উপন্যাস সাদা রাত। মশিউল আলম ঢাকার দৈনিক প্রথম আলোয় সহকারী সম্পাদক হিসাবে কর্মরত।