- Shop
- উত্তরণ
উত্তরণ
Language: Bangla |
Tags :
Book Info
সরল বৃত্তে আবদ্ধ মানুষের জীবন কী যে এক অমোঘ নিয়তি-নির্দেশে নানা রকম জটিল টানাপোড়েনে জড়িয়ে পড়ে, আমরা কেউ জানি না। জানেনি শামীনাও। নারীর শাশ্বত জীবনাচরণকে যে জেনেছিলো পরম গন্তব্য হিসেবে, সে ঘটনা পরম্পরায় হারিয়ে গেলো অচিন্তনীয় ঘূর্ণাবর্তে। তারপরেও সে পরাজিত হয় নি। যখন সে পরাজয় মেনে নিতে চাইলো ক্লান্তির অবয়বে, কী আশ্চর্য! পরাজয় তার কপালে কলঙ্কের তিলক না পরিয়ে তাকে করলো বিজয়িনী। উত্তরণ উপন্যাসে অলৌকিক বিষয় আছে, কিন্তু নেই অলৌকিকতা। উপন্যাসটির সৌন্দর্য, বলি, মহত্ব, এখানেই বিধৃত। উপন্যাসটি পড়তে পড়তে মনে পড়েছে স্পেনীয় কালজয়ী কবি-নাট্যকার ফেডেরিকো গার্সিয়া লরকার ইয়ারমার কথা। ইয়ারমার সন্তান-বুভুক্ষা আর শামীনার সন্তান-বুভুক্ষা মিলেমিশে একাকার হয় তথাকথিত বৈশ্বায়নের যোগসূত্রে। উত্তরণ, বাংলা সাহিত্যে এক উল্লেখযোগ্য সংযোজন হিসেবে আদৃত হবে এমন ভরসা অবশ্যই অমূলক হবে না।