মাছ মাংসের মাৎসর্যের রূপকথা
https://uplbooks.com/shop/9840502344-10703 https://uplbooks.com/web/image/product.template/10703/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
আবদুল মান্নান সৈয়দের গত তিরিশ বছরের গল্পধারা থেকে সুনির্বাচিত একগুচ্ছ ছোটগল্পের এই সর্বাধুনিক সংকলন মাছ মাংস মাৎসর্যের রূপকথা। মানুষের মনোজগতের রূপায়ণই আবদুল মান্নান সৈয়দের ছোটগল্পের প্রধান চরিত্র্যলক্ষণ। বিচিত্র পরীক্ষামূলক গল্প রচনা মান্নান সৈয়দের চিরকালের অভ্যাস। এই গ্রন্থেও আছে তার নিদর্শন। গল্প আছে জীবনানন্দ দাশকে নিয়ে, মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কথাশিল্পী মান্নান সৈয়দ তাঁর সমকালকে বিস্মৃত হননি কখনো, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে নব্বই দশক পর্যন্ত বিস্তারিত তাঁর গল্পের কালপরিসর। নগরই তাঁর প্রধান পটভূমি, কিছু গ্রামজীবন নিয়ে অসামান্য গল্পও আছে এখানে। এক কথায়, মাছ মাংস মাৎসর্যের রূপকথা হয়ে উঠেছে আবদুল মান্নান সৈয়দের একটি প্রতিনিধিত্বশীল গল্পসংগ্রহ।
আব্দুল মান্নান সৈয়দ
আবদুল মান্নান সৈয়দ (জ. ১৯৪৩, চব্বিশ পরগনা)। বাংলা ভাষা-সাহিত্যের অবসরপ্রাপ্ত অধ্যাপক। সব্যসাচী লেখক। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থ সংখ্যা শতাধিক। কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। তাঁর প্রথম কবিতাগ্রন্থ জন্মান্ধ কবিতাগুচ্ছ (১৯৬৭), প্রথম গল্পগ্রন্থ সত্যের মতো বদমাশ (১৯৬৮) এবং প্রথম প্রবন্ধগ্রন্থ শুদ্ধতম কবি (১৯৭২) আমাদের সাহিত্যের তিনটি ক্ষেত্রেই আলোড়ন সৃষ্টি করেছিল। ছোটগল্পে মান্নান সৈয়দ একটি নিজস্ব ভুবন সৃষ্টি করেছেন।