- Shop
- Young Adult Fiction
- দুই বাংলার নির্বাচিত কিশোর গল্প
দুই বাংলার নির্বাচিত কিশোর গল্প
Language: Bangla |
Tags :
Book Info
শিশুসাহিত্য কিন্তু শিশুসুলভ বা শিশুতোষ সাহিত্য নয়। এ সাহিত্য একেবারে আদি সাহিত্য। গল্প-কাহিনী, পদ্য-ছড়া, বচন-কথন – এই রকম নানা রীতির মুখবাহিত সাহিত্য যুগ-যুগান্ত ধরে চলে আসছে লোকায়ত জীবনে। কারণ আমাদের সকলের মাঝে বাস করে এক শিশু – আমাদের মনের মধ্যে অনেক মনের এক মন এই শিশুমন। আমাদের জীবন যতই বিদগ্ধ হয়ে উঠুক নাগরিকতায়, আমাদের লেখা সাহিত্য যতই আচ্ছন্ন হোক বিশ্বগ্রামীণতায় – ওই অন্তরাসীন শিশু তো গল্প-ছড়া শুনতে চায়, বলতেও চায়। ওই চাওয়া নিয়ে যে সাহিত্য তা-ই শিশুসাহিত্য। বাংলা সাহিত্যের সকল শাখার প্রাচীনতম এই শাখাটি গত দু’টি শতকে কত বিচিত্র, কত বর্ণাঢ্য, কত চমকপ্রদ হয়ে উঠেছে সেই নিদর্শন সযত্নে নিবেদনের জন্য এই প্রতিনিধিত্বশীল সঙ্কলন। যাঁদের অবদান শিশু-সাহিত্যকে মর্যাদা দিয়েছে পুরোগামী সাহিত্যের, যাঁদের গৌরব এই সাহিত্যকে দিয়েছে অগ্রগামীতার মহিমা – তাঁদের সবাইকে এক মলাটে বন্দী করা সহজ নয়, সম্ভব নয়। কিন্তু প্রয়াসী হতে, সচেষ্ট হতে দোষ কি? সকল প্রয়াসই প্রশংসনীয় এবং একই সঙ্গে সমালোচনীয় – আমাদের ভরসা সেটাই। এখ্লাসউদ্দিন আহ্মদ (১৯৪০): জন্ম ভারতের কলকাতায়। বর্তমানে বাংলাদেশে বসবাস করেন। একটি বিখ্যাত বাংলা সংবাদপত্রের সম্পাদকীয় বিভাগে কর্মরত। একসময়ে কিশোরদের জন্যে টাপুরটুপুর নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করে সাড়া জাগিয়েছিলেন। শিশুসাহিত্যই তাঁর বিচরণের একমাত্র ক্ষেত্র। ১৯৬২ সালে পশ্চিমবঙ্গ যুব উৎসব পুরস্কার, ১৯৭১ সালে বাংলা একাডেমী পুরস্কার, ১৯৮৩ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৮৬ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ১৯৯৯ সালে শিশু একাডেমী পুরস্কার পেয়েছেন। এক যে ছিল নেংটি, হঠাৎ রাজার খামখেয়ালী, কাটুম কুটুম, ছোট্ট রঙিন পাখি ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।