চলমান ইতিহাস: জীবনের কিছু সময় কিছু কথা ১৯৮৩-১৯৯০
https://uplbooks.com/shop/9789848815403-11582 https://uplbooks.com/web/image/product.template/11582/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
বাংলাদেশের রাজনীতিতে পঞ্চাশ বছরেরও অধিককাল সক্রিয়ভাবে উপস্থিত এক রাজনীতিকের জীবনের কিছুটা কালের পরিচয় তুলে ধরেছে এ বইটি। কখনো নন্দিত, কখনো নিন্দিত, প্রচুর চড়াই-উৎরাই পার হওয়া এই পোড়খাওয়া রাজনীতিকের জীবনকাহিনী রাজনীতিতে সদা কৌতূহলী এদেশের জনগণের কাছে আগ্রহের বিষয় হবে বৈকি। এই বইটির ফোকাস যদিও ১৯৮৩ থেকে ১৯৯০ সাল, কারাজীবন থেকে যার শুরু, তবে আত্মজীবনীর ক্ষেত্রে যা হয়, এখানেও তা-ই হয়েছে। লেখক প্রসঙ্গক্রমে কাহিনীর ডালপালা কখনো অতীতে এবং কখনো সামনে বিস্তৃত করেছেন। রাজনীতিকের রচনায় রাজনীতি তো থাকবেই, কিন্তু ব্যক্তিজীবন, তার ছোট-বড় সুখ-দুঃখ, দেশী-বিদেশী পরমাত্মীয়, বন্ধু-বান্ধব, স্বদেশ নিয়ে ভাবনা–এরকম নানা প্রসঙ্গ পাঠকের মনকে ছুঁয়ে ছুঁয়ে যায়। রাজনীতিকদের আত্মজীবনীর প্রাদুর্ভাবের এই দেশে বইটি একটি উল্লেখযোগ্য সংযোজন হবে বলে আশা করা যায়।
মওদুদ আহমদ
মওদুদ আহমদ (১৯৪০-২০২১), ব্যারিস্টার, সাবেক সাংসদ, প্রাক্তন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। একজন দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে তার খ্যাতি রয়েছে। বাংলাদেশের সমকালীন রাজনীতিতে তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন দীর্ঘদিন থেকেই। সেই সঙ্গে একজন ব্যতিক্রমী রাজনীতিক হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে নিয়মিত লেখালেখি করে এসেছেন। জনাব আহমদ জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় (১৯৭৬, ১৯৮০, ১৯৯৬, ২০০৯ ও ২০১০), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (১৯৮১, ১৯৯৮, ২০১১ ও ২০১২) সমূহের ফেলো। তিনি দি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের (১৯৯৭) ইলিয়ট স্কুলে একজন ভিজিটিং প্রফেসর হিসেবেও অধ্যাপনা করেছেন। ইংরেজী ও বাংলা ভাষায় তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি।