কবি নজরুলের অসুস্থতা: তর্ক-বিতর্ক ও দলিলপত্র গ্রন্থটি কবি নজরুলের চিকিৎসার সাথে সম্পর্কিত ব্যক্তিদের বিস্মৃতপ্রায় লেখা, চিকিৎসকদের বক্তব্য ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা করে নজরুলের অসুস্থতা সম্পর্কিত বেশ কিছু মিথ্যা প্রচারণার অবসান ঘটিয়েছে। রটনাগুলোর মধ্যে অন্যতম ছিলো কবির প্রাণঘাতী যৌনরোগে আক্রান্ত হওয়া বিষয়ক গুজব। কিন্তু এই বইটির তাৎপর্য শুধু এটুকুই নয়।
ঈর্ষা ও বিদ্বেষের শিকার প্রতিভাবানেরা জীবনকালে, এমনকি মৃত্যুর পরও কত রকমের নির্মমতার মুখোমুখি হতে পারেন, কবি নজরুল তার অন্যতম স্মারক। দীর্ঘ অসুস্থতার সময়ে মহান এই কবি গান ও কবিতার জন্য পাওনা অর্থ থেকে বঞ্চিত হয়েছেন, চিকিৎসা ও সংসারের ব্যয়ভার চালাতে অক্ষম কবিকে প্রায় ভিক্ষুকে পর্যবসিত করা হয়েছে, জুটেছে জাতীয় স্তরের নেতৃত্বের অবহেলা এবং উপেক্ষাও।
সেই ইতিহাস তেমন কেউ লেখেননি!
গবেষক ইসরাইল খান এই জরুরি দায়িত্বটিই পালন করেছেন। পত্রিকা আর সাময়িকীর পাতায় ছড়িয়ে থাকা তথ্যাবলি সংকলিত এই গ্রন্থটিতে ফুটে উঠেছে নজরুলের প্রতি বিভিন্নজনের অজস্র ব্যক্তির কটূক্তি-মন্তব্য-রাগ-অনুরাগ-দান-প্রতিদানের চিত্র।
ভবিষ্যতে গবেষকেরা নিজ নিজ কষ্টিপাথরে এই সব দলিলপত্রকে যাচাই করে লিখবেন নজরুলের একটি যথাযথ ও পূর্ণাঙ্গ জীবনী, এই ভরসাতেই কৌতূহলী পাঠক-গবেষকদের জন্য এই সব দলিল ও সাক্ষ্য আমরা দুই মলাটের মধ্যে সুসজ্জিত করেছি।
বৃহত্তর পাঠক সমাজ নজরুলের জীবনের এই অজানা অধ্যায়টিকে এখানে বহুজনের ভাষ্যে অবহিত হতে পারবেন। নজরুল-গবেষকদের কাছে কবি নজরুলের অসুস্থতা: তর্ক-বিতর্ক ও দলিলপত্র নিঃসন্দেহে একটি আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে।
ইসরাইল খান গবেষক, প্রাবন্ধিক ও সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। এ বিশ্ববিদ্যালয় থেকেই তাঁর পিএইচডির সন্দর্ভের বিষয় ছিল সাহিত্য-সংস্কৃতি ও সমাজের অগ্রগতিতে পাকিস্তান আমলের সাহিত্যপত্রিকার ভূমিকা। ভারত সরকারের আইসিসিআর বৃত্তি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম সম্পাদিত ও প্রকাশিত বাংলা সাহিত্যপত্রিকা ১৯৩১-৪৭ বিষয়ে তাঁর দ্বিতীয় পিএইডি সম্পন্ন করেন। স্বকীয়তা নামে ছোটোকাগজ (১৯৭৬-৮৫) সম্পাদনার মাধ্যমে লেখালেখির জগতে প্রবেশ। প্রবন্ধ, গবেষণা, সম্পাদনা মিলে গ্রন্থসংখ্যা ২৭। ইউপিএল থেকে তাঁর প্রথম প্রকাশিত সম্পাদিত বই: ভূঁইয়া ইকবাল ও মুহাম্মদ জাহাঙ্গীর সম্পাদিত সত্তর দশকের প্রবন্ধ পত্রিকা ‘বক্তব্য’র নির্বাচিত রচনা সংকলন নির্বাচিত বক্তব্য। কয়েকটি উল্লেখযোগ্য মৌলিক গ্রন্থের মাঝে আছে ভাষার রাজনীতি ও বাঙলার সমস্যা (১৯৮৬), সাময়িকপত্র ও সমাজ গঠন: বাংলাদেশের পরিস্থিতি (১৯৮৮), বুদ্ধিজীবীদের দ্বন্দ্ব ও সাহিত্যসমাজে অবক্ষয় (১৯৮৯), বন্দিবিবেক সমাজ ও সাহিত্যজগতে বৈশ্যবৃত্তি (১৯৯০),