- Shop
- ভারতের রাজনৈতিক দল
ভারতের রাজনৈতিক দল
Book Info
অধ্যাপক আব্দুর রাজ্জাক-এর পিএইচডি অভিসন্দর্ভ পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া-এর বাংলা অনুবাদ ভারতের রাজনৈতিক দল। উপনিবেশিক আমলে উপমহাদেশে রাষ্ট্র ক্ষমতা কীভাবে চর্চিত হতো এবং হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভব ও ফলাফল সন্ধান অধ্যাপক রাজ্জাকের অন্যতম আগ্রহের জায়গা। অধ্যাপক রাজ্জাক এই গ্রন্থে উপনিবেশিক ইতিহাসকে যে প্রেক্ষাপট থেকে দেখেছেন, তা একইসাথে ছিল অভিনব ও যুগান্তকারী। উপনিবেশিক আমলাতন্ত্র প্রায় স্বতন্ত্র সত্ত্বা হিসেবে ভূমিকা রেখে পরাধীন ভারতবর্ষের রাজনীতির গতিপথ যে নির্ধারণ করে দিয়েছে, তা অধ্যাপক রাজ্জাকই এই গ্রন্থে সম্ভবত প্রথম পূর্ণাঙ্গরূপে উপস্থাপন করেছেন। শিক্ষিত মধ্যবিত্ত ভারতীয়ের মনের বিকাশ ও রাজনৈতিক ভূমিকা বিষয়ে অধ্যাপক রাজ্জাকের বিশ্লেষণ পরবর্তীকালের চিন্তাবিদদের ওপর বিপুল প্রভাব রেখেছে। উপনিবেশিক আইনি কাঠামোর ভেতরে রাজনৈতিক দলগুলোর জন্ম ও বেড়ে ওঠার বাস্তবতা অধ্যাপক রাজ্জাক যেভাবে দেখিয়েছেন, সেটাও আমাদের ইতিহাসকে নতুনভাবে মূল্যায়নে বাধ্য করবে। উপমহাদেশের উপনিবেশিক আমল কতভাবে আমাদের বর্তমানকেও প্রভাবিত করছে, সেই উপলব্ধিটি গভীরতর হবে এই গ্রন্থটি পাঠে। এই কারণেই গবেষণাটি সম্পন্ন হবার প্রায় পঁচাত্তর বছর পর গ্রন্থাকারে ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশ পেলেও এর তাৎপর্য মলিন হয়নি একদমই, বরং এই গ্রন্থটি আজও অজস্র নতুন চিন্তাসূত্র উন্মোচন করতে সক্ষম। অধ্যাপক রাজ্জাক (১৯১৪-২৮ নভেম্বর ১৯৯৯) গভীরমাত্রায় তাঁর সমসাময়িক ও পরবর্তীকালীন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিন্তাকে প্রভাবিত করেছেন। নিমগ্ন অনুসন্ধানী ও ধ্যানী অধ্যাপক আবদুর রাজ্জাকের ভারতের রাজনৈতিক দল গ্রন্থটি থেকে সেই ছাপ কোথায় কোথায় এবং কোন মাত্রায় উপস্থিত, সেটা যেমন পাঠক বারংবার অনুভব করবেন, তেমনি আজকের রাজনীতি, প্রশাসন ও আমলাতন্ত্র, সাম্প্রদায়িকতা এবং সমাজসম্পর্ক বিষয়ে উৎসুক গবেষক ও পাঠক পাবেন নতুনতর দিগন্তের হদিস।
আহরার আহমদ
আহরার আহমদ শিক্ষা গ্রহণ করেছেন অধ্যাপক আব্দুর রাজ্জাক ও অধ্যাপক রওনক জাহানের কাছ থেকে। শিক্ষকতা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার ব্ল্যাক হিলস স্টেট ইউনিভার্সিটির ইমেরিটা সহঅধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে জ্ঞানতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ আজম
মোহাম্মদ আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রওশন জামিল চৌধুরী
রওশন জামিল চৌধুরী সাংবাদিকতা ও লেখালেখির সাথে যুক্ত। অনুবাদ করছেন বাংলা ও ইংরেজি উভয় ভাষায়।
হাসান আল জায়েদ
হাসান আল জায়েদ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ইংরেজি সাহিত্যের অধ্যাপক। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় লেখালেখি করেন।