- Shop
- Autobiography, Biography and Memoirs
- মনে পড়ে টুকরো স্মৃতি
মনে পড়ে টুকরো স্মৃতি
https://uplbooks.com/shop/9789845064842-19898 https://uplbooks.com/web/image/product.template/19898/image_1920?unique=125735e
Book Info
সাংবাদিকতার সূত্রে শুধু নন, অনূবাদ সাহিত্যের কারণেও ঊর্মি রহমান পাঠকদের কাছে সমাদৃত একটি নাম। মনে পড়ে টুকরো স্মৃতি গ্রন্থে ঊর্মি রহমান পঞ্চাশের দশক থেকে শুরু করে সত্তরের দশক ও তার পরবর্তী সময়ের ঢাকা, খুলনা এবং পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিক বর্ণনার পাশাপাশি সাংবাদিকতার বৈচিত্র্যময় ঘটনার স্মৃতি রোমন্থন করেছেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানসহ তৎকালীন পূর্ব-পাকিস্তানের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার বিবরণ এখানে মিলবে। মুক্তিযুদ্ধের দিনগুলোতে নিপীড়ন ও সংগ্রামের চিত্রও পাঠক এখানে পাবেন। পঞ্চাশ ও ষাটের দশকের সৃজনশীল নানান ক্ষেত্রে সক্রিয় নারী হিসেবেও ঊর্মি রহমানের স্মৃতিকথার মূল্য বিপুল। পুরুষতান্ত্রিক সমাজের অসংখ্য বাধা তাঁকে অতিক্রম করতে হয়েছে। নানান দেশ ভ্রমণের অভিজ্ঞতাও হয়েছে ঊর্মি রহমানের। সংবাদকর্মীর চোখে ওই সময়ের পৃথিবীরও কিছু টুকরো কিন্তু অর্থপূর্ণ দৃশ্যও লেখক পাঠকের জন্য তুলে রেখেছেন এই বইটিতে। স্মৃতিকথা পড়তে আগ্রহী যে কেউ মনে পড়ে টুকরো স্মৃতি গ্রন্থটি পাঠ করে আনন্দ পাবেন। আর, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, নারীর ইতিহাস, প্রগতিশীল সংগ্রামের ইতিহাস বা বাংলাশের সমাজ পরিবর্তনের ইতিহাসের আগ্রহী পাঠক, গবেষক এবং ইতিহাসবিদেরা এই গ্রন্থে পাবেন অজস্র মূল্যবান সূত্র।
ঊর্মি রহমান
ঊর্মি রহমান সাংবাদিক ও লেখক। শৈশব কেটেছে ফরেস্ট অফিসার বাবার সঙ্গে, সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামে। লেখাপড়া ঢাকা, খুলনা ও চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেবার পর ১৯৭৪ সালে সাংবাদিকতায় যোগ দেন। ইউনেস্কো ফেলোশিপে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটি এবং ফিলিপাইনের প্রেস ফাউন্ডেশন অফ এশিয়ায় প্রশিক্ষণ পেয়েছেন। ঢাকায় দৈনিক সংবাদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, উইকলি হলিডে, সাপ্তাহিক বিচিত্রায় কাজ করেছেন। ১৯৮৫ সালে লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস-এর বাংলা বিভাগে প্রযোজক-সম্প্রচারক হিসেবে যোগ দেন। ব্রিটিশ সরকারের অধীনে ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট অফিসার হিসেবেও কাজ করেছেন।