- Shop
- মহাকালের তর্জনী: বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত কবিতা
মহাকালের তর্জনী: বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত কবিতা
https://uplbooks.com/shop/9789845063432-11672 https://uplbooks.com/web/image/product.template/11672/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মিশে আছেন বাঙালির আত্মায়, বাংলার কাদামাটি জলে। আন্দোলন-সংগ্রাম, ভালোবাসা ও ত্যাগের মহিমায় তিনি অবিনশ্বর। অর্জন ও গৌরবে তিনি বাঙালির মহাবিজয়ের মহানায়ক। বাংলা কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস ও সংগীতের তিনি আজ অনিবার্য অনুষঙ্গ। তাঁর বন্দনা করেছেন বাঙালি কবিরা, নানা ভাষায় লেখা হয়েছে অসংখ্য কবিতা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর ঘাতককবলিত বাংলাদেশের সেই দুঃসময়ে কবিরা হয়ে উঠেছিলেন বিবেকের কণ্ঠস্বর। তাঁদের প্রতিবাদী কাব্যভাষায় বঙ্গবন্ধু হয়ে উঠলেন পৌরাণিক ও কিংবদন্তীর মহানায়কের মতো বিজয় ও চিরন্তন শোকের প্রতীক। সেই প্রতিকূল সময়ে যাদের দুঃসাহসী কলমে ভাষা পেয়েছিল শোক ও প্রতিবাদ তাঁদের অন্যতম সমকালীন বাংলা কবিতার গুরুত্বপূর্ণ কবি কামাল চৌধুরী। তিনি সম্পাদনা করেছেন বঙ্গবন্ধুকে নিবেদিত এ কবিতা সংকলন। তাঁর দীর্ঘদিনের শ্রম ও গবেষণার ফসল এ সংকলনে দুই বাংলার খ্যাতিমান কবিদের কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। সেই সঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর জীবদ্দশায় লেখা কবিতা ও ৭৫ পরবর্তী প্রতিবাদী কবিতার রচনার একটি অনুপুঙ্খ ও গভীর বিশ্লেষণ তিনি তুলে ধরেছেন ভূমিকায়। কবিদের-হৃদয় উৎসারিত চরণে নানা মাত্রিকতায় বঙ্গবন্ধু যেমন উদ্ভাসিত, তেমনি বাঙালির শেকড়ের স্পন্দনও খুঁজে পাওয়া যাবে এতে। বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ এ সংকলন নিঃসন্দেহে মুজিব শতবর্ষের অনন্য প্রকাশনা। আবহমান বাংলা কবিতার ইতিহাসেও গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে এ সংকলন।
কামাল চৌধুরী
কামাল চৌধুরীর জন্ম ২৮ জানুয়ারি ১৯৫৭ সালে, মাঘের শীতার্ত দিনে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে। সমাজবিজ্ঞানে মাস্টার্স ও নৃবিজ্ঞানে পিএইচডি করেছেন। কবিতা লিখছেন সত্তরের দশক থেকে। বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে প্রথম প্রতিবাদী কবিদের অন্যতম। প্রথম কবিতাগ্রন্থ মিছিলের সমান বয়সী প্রকাশিত হয় ১৯৮১ সালে। কবিতা, গদ্য, সম্পাদনা, গবেষণা, ও কিশোর কবিতাসহ ইতোমধ্যে প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় ত্রিশ। ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন কবি কামাল চৌধুরী। ২০১১ সালে অর্জন করেছেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’। এছাড়া রুদ্র পদক, সৌহার্দ্য সম্মাননা, পশ্চিমবঙ্গ, কবিতালাপ সাহিত্য পুরস্কার, জীবনানন্দ পুরস্কার, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত। শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এবং ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেছেন। মুজিববর্ষের থিম সং ‘তুমি বাংলার ধ্রুবতারা’-র রচয়িতা তিনি।