- Shop
- UPL Series
- সেই সব পাকিস্তানি
সেই সব পাকিস্তানি
https://uplbooks.com/shop/9789845063371-11572 https://uplbooks.com/web/image/product.template/11572/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
ভ্রমণকাহিনির ঢঙে লেখা হলেও প্রচলিত অর্থে এটি নিছক কোন ভ্রমণকাহিনি নয়। এই ভ্রমণের উদ্দেশ্য ছিল ১৯৭১ সালের ঘটনা ও তাৎপর্য সম্পর্কে পাকিস্তানি মনোভঙ্গির অন্বেষণ, যা অত্যন্ত সুচারুরূপে উপস্থাপিত হয়েছে এই বইটিতে। একাত্তরের মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল বাঙালির বিজয়ের গৌরবে কিন্তু এজন্য তাকে দিতে হয়েছে চরম মূল্য। হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ–হালাকু খানের কৃত তালিকায় এমন কোন নির্যাতন নেই, যার মুখোমুখি বাঙালিকে হতে হয়নি। আর এসব ঘটিয়েছিল পাকিস্তান নামক রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র তার নিজস্ব জনগণের ওপর এবং ঐ রাষ্ট্রযন্ত্রের কুশীলবরা ছিল মূলত পশ্চিম পাকিস্তানি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, ভবিষ্যতেও হবে, কিন্তু পাকিস্তান নামক রাষ্ট্রযন্ত্রের তৎকালীন নীতিনির্ধারকগণ কী মনোভঙ্গির কারণে ইতিহাসের এই জঘন্যতম অপরাধটি বাঙালিদের ওপর সংঘটিত করল, তাদেরই জবানিতে তা জানতে এবং পাকিস্তান দ্বিখণ্ডিত করে জনযুদ্ধের ভেতর দিয়ে বাংলাদেশ গড়ে ওঠার বাস্তবতায় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে পাকিস্তানের বর্তমান এলিটশ্রেণি, রাজনীতিক, আমলা, সাংবাদিক, শিক্ষক ও গবেষকরা কী দৃষ্টিভঙ্গি পোষণ করেন–অত্যন্ত নিবিড় ও অনুপুঙ্খরূপে তা জানার চেষ্টা থেকে এই বইটি রচিত হয়েছে। উপস্থিত প্রশ্নোত্তরের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণ এই বইটির ভিত্তি। এই বইটিতে বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে গণহত্যার জন্য যাকে সবচেয়ে বেশি দায়ী করা হয় সেই জুলফিকার আলী ভুট্টোর কিছু ঘনিষ্ঠ সহচর, পূর্ব পাকিস্তানে গণহত্যায় সরাসরি জড়িত কতিপয় জেনারেল ও তাঁদের ঘনিষ্ঠ সহকর্মী প্রাক্তন সিভিল অফিসার, বুদ্ধিজীবী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র, রাজনৈতিক কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিকদের সাক্ষাৎকারকে অত্যন্ত মনোজ্ঞ অথচ বিশ্বস্তভাবে উপস্থাপন করেছেন লেখক। সাক্ষাৎকার দানকারীদের মধ্যে আছেন ভুট্টোর রাজনৈতিক সহচর রফি রাজা, রাজা কাজেম, মুবাশ্বির হাসান, কামার উল ইসলাম, মেরাজ মোহাম্মদ, সামরিক কর্মকর্তা মে. জে. গুলাম উমর, লে. জে. আমীর আবদুল্লাহ খান নিয়াজী, লে. জে. সাহেবজাদা ইয়াকুব খান, মে. জে. রাও ফরমান আলী, ব্রিগেডিয়ার এ আর সিদ্দিকী, রাজনীতিক ও রাজনৈতিক কর্মী বেনজীর ভুট্টো, এয়ার মার্শাল আসগর খান, গফুর আহমেদ, ইউসুফ মাস্তে খান, আজহার জামি, ওসমান বালুচ; প্রাক্তন আমলা ড. আফতাব আহমদ, আলতাফ গওহর, ফারুক আহমদ লেঘারি, হাসান জহির, রোয়েদাদ খান, সৈয়দ আলমদার রাজা, সাংবাদিক এম বি নকভী, খালেদ আহমদ, আই এ রহমান, এলিট বুদ্ধিজীবী সুহায়েল লারি, তালাত নাজারিয়াত, তাহেরা মাজহার আলী, খালেদ মাহমুদ, আহমদ সেলিম, আখতার হামিদ খান, ড. তারিক রহিম, প্রমুখ। বইটির সাফল্য এখানেই যে, লেখক যে বিষয়টিকে পাঠকের সামনে উপস্থিত করতে চেয়েছেন অসংখ্য সাক্ষাৎকারের মধ্যে সেটি আড়াল হয়নি, তিনিও বিচ্যুত হননি নিজ দায়িত্ব থেকে। আর তাই পাঠকও এই বইটি পাঠ করে ১৯৭১ সম্পর্কে সামগ্রিকভাবে পাকিস্তানি মনোভঙ্গিকে হৃদয়ঙ্গম করতে ন্যূনতম দ্বিধায় পড়বেন না।
মুনতাসির মামুন
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ও গবেষক মুনতাসীর মামুন, পিএইচ.ডি. (জ. ১৯৫১) লেখালেখির জগতে সুপরিচিত তাঁর বিশ্লেষণাত্মক অথচ প্রাঞ্জল রচনার জন্য। সমাজ-গবেষণার যখন যে বিষয়টি তিনি সম্পাদন করেছেন, তাই পেয়েছে পৃথক ও ব্যতিক্রমী মাত্রা। যে-কোনো নিরস বিষয় তাঁর লেখার জন্য হয়ে ওঠে বাঙ্গময়। একক ও যৌথভাবে প্রবন্ধ-গবেষণা বিষয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অধিক। সাহিত্যের অন্যান্য শাখাতেও আছে পঞ্চাশের অধিক গ্রন্থ। সংবাদপত্রে সাহসী কলাম লেখক হিসাবেও তাঁর খ্যাতি সমাধিক। লেখক বাংলা একাডেমি পুরষ্কারে ভূষিত হয়েছেন (১৯৯২)।