- Shop
- South Asia
- গ্রামের একাত্তর
গ্রামের একাত্তর
https://uplbooks.com/shop/9789845063197-11655 https://uplbooks.com/web/image/product.template/11655/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
গ্রামের একাত্তর ইতিহাসকে স্মৃতিবদ্ধ করার নতুন ধরনের একটি প্রকল্প। মূলধারার ইতিহাস চর্চা অনেক বেশি দলিলপত্র নির্ভর, গ্রাম সেখানে নিতান্তই প্রান্তিক। অথচ সিংহভাগ মানুষ ছিলেন গ্রামেরই বাসিন্দা, শহর থেকেও বিপুল মানুষ আশ্রয় নিয়েছিলেন গ্রামে। আফসান চৌধুরী সম্পাদিত গ্রামের একাত্তর গ্রন্থে গ্রামজীবনের আলেখ্যগুলোকেই কেন্দ্রীয় পটভূমি হিসেবে ধরার চেষ্টা করা হয়েছে। আর এই ইতিহাস চর্চার মূল উপাদান মানুষের স্মৃতি। একাত্তরের চরম পরিস্থিতি মানুষের অন্তর্গত চরমতম প্রবণতাগুলিকেও প্রবল করেছিল। মানুষ যেমন ভিনদেশী শত্রুর মুখোমুখি হয়েছে, তেমনি মুখোমুখি হয়েছে তার চিরচেনা প্রতিবেশীরও। স্থবির অর্থনীতি আর উত্তুঙ্গ সংগ্রামের সেই মুহূর্তগুলি জনমানুষের জন্য খুব সহজ ছিল না। প্রতিরোধের বীরত্ব সেখানে যেমন ছিল, তেমনি ছিল আপোষে অভিযোজনের অজস্র ঘটনা। গ্রামের মানুষ অজস্র কৌশলে আত্মরক্ষা করেছিল, কী করে তারা ধর্মপালন করতো, সাম্প্রদায়িক নির্যাতনের ধরন কেমন ছিল তার খণ্ড খণ্ড যে চিত্র আফসান চৌধুরী ধারণ করেছেন, তা আতঙ্কের সেই শ্বাসরুদ্ধ পরিস্থিতির সাথে আজকের পাঠককে পরিচয় করিয়ে দেবে। গবেষকের সতর্ক নজর এড়ায়নি ১৯৭১-এ লালনের মাজারের ভক্তদের মনোভাব থেকে শুরু করে যানবাহনের অভাবে মানুষের হাঁটার পরিমাণ বৃদ্ধি অথবা সুদী কারবারের চলনের মতো সূক্ষ্ম বিষয়ও। ইতিহাসবিদ বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি ধরে রাখার একটা যুদ্ধ চালিয়ে যান। দলিল-দস্তাবেজের বাইরে জনস্মৃতিও যে ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, আফসান চৌধুরীর গ্রামের একাত্তর সেই সত্যটিকে আরও একবার প্রতিষ্ঠিত করেছে।
আফসান চৌধুরী
আফসান চৌধুরী গণমাধ্যম কর্মী, গবেষক, অধ্যাপক ও উন্নয়ন বিশেষজ্ঞ । এ যাবত তাঁর দুটি উপন্যাস, একটি গল্প সংকলন ও অনুবাদ বেরিয়েছে । ত্রিভাষী এবং ইংরেজিতে তিনটি আলাদা আলাদা ফিকশন লিখছেন । তাঁর প্রধান আগ্রহের ক্ষেত্র মুক্তিযুদ্ধের ইতিহাস । তিনি একাধিক তথ্যচিত্রও নির্মাণ করেছেন।